Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ১৯ অক্টোবর ২০২৫,   কার্তিক ৪ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ২২:১৬, ২৫ জানুয়ারি ২০২২
আপডেট: ২২:২০, ২৫ জানুয়ারি ২০২২

মৌলভীবাজারে করোনা প্রতিরোধে অভিযান, ৬৭ ব্যক্তি-প্রতিষ্ঠানকে জরিমানা

মৌলভীবাজারে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। জেলা সিভিল সার্জন অফিসের তথ্য মতে, মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় জেলায় ২৮৬ জনের নমুনা পরীক্ষায় ১৩৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ৪৭ শতাংশের বেশি।

এমন পরিস্থিতিতে প্রশাসনের পক্ষ থেকে সচেতনতা বৃদ্ধি ও স্বাস্থ্যবিধি মানাতে জেলাব্যাপী মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। এ সময় স্বাস্থ্যবিধি অমান্য করায় ৬৭ ব্যক্তি-প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

আরও পড়ুন- মৌলভীবাজারে আরও ১৩৫ জনের করোনা পজিটিভ

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, মঙ্গলবার মৌলভীবাজার জেলার বিভিন্ন জায়গায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার(ভূমি) ও জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ। অভিযান পরিচালনাকালে স্বাস্থ্যবিধি না মানায় ৬৭ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ২৫ হাজার ৫০০ টাকা জরিমানা করে তা আদায় করা হয়।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সবাইকে সর্তক হওয়া এবং স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসান।

তিনি জানিয়েছেন, যারা স্বাস্থ্যবিধি মানবেন না তাদের অর্থদণ্ড ও কারাদণ্ড প্রদান করা হবে।

আরও পড়ুন- ওমিক্রন ঠেকাতে মাঠে মৌলভীবাজারের ডিসি ও মেয়র

প্রসঙ্গত, মৌলভীবাজারে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৫ এপ্রিল। সেই থেকে এখন পর্যন্ত জেলায় মোট ৮ হাজার ৮৭৭ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। যার মধ্যে মারা গেছেন ৭২ জন করোনা রোগী। অপরদিকে সুস্থ হয়ে উঠেছেন ৭ হাজার ৫১৭ জন।

আইনিউজ/এসডিপি 

আইনিউজ ভিডিও 

ওমিক্রন ঠেকাতে মাস্ক বিতরণে মাঠে ডিসি ও মেয়র | Omicron | Eye News

ওমিক্রন এক চেনা উদ্বেগ, করোনাভাইরাসের `ভয়াবহ` ভ্যারিয়েন্ট

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়