Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫,   বৈশাখ ৩১ ১৪৩২

মো. ফরহাদ হোসেন, রাজনগর

প্রকাশিত: ১৮:৫১, ১৭ অক্টোবর ২০২২
আপডেট: ১৯:২১, ১৭ অক্টোবর ২০২২

মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচন : সদস্য নির্বাচিত হলেন জিয়া ও রাকিবা

সদস্য পদে নির্বাচিত জিয়াউর রহমান ও রাকিবা সুলতানা

সদস্য পদে নির্বাচিত জিয়াউর রহমান ও রাকিবা সুলতানা

মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে ৫নং ওয়ার্ডে (রাজনগর উপজেলা) সদস্য পদে নির্বাচিত হয়েছেন জিয়াউর রহমান (টিউবওয়েল)। তিনি পেয়েছেন ৭১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মঈনুল হক মিশু (তালা) পেয়েছেন ৩৫টি ভোট।

অপরদিকে সংরক্ষিত নারী সদস্য পদে নির্বাচিত হয়েছেন রাকিবা সুলতানা (দোয়াত-কলম)। তিনি পেয়েছেন ১৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বনন্দ্বী সৈয়দা জেরিন আক্তার (ঘড়ি) পেয়েছেন ১১৯ ভোট।  

সোমবার (১৭ অক্টোবর) সকাল থেকে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রাজনগর সরকারী কলেজ কেন্দ্রে এই ওয়ার্ডের ভোটাররা ভোট দেন।

এই কেন্দ্রে ১০৭ জন ভোটারের মধ্যে ১০৬ জন ভোটাধিকার প্রয়োগ করেন। একজন ভোটার অনুপস্থিত ছিলেন। এই ওয়ার্ডে সদস্য পদে ৩ জন প্রার্থী থাকলেও অসুস্থতাজণিত কারণে প্রচারণায় পিছিয়ে পড়ায় গত ১০ অক্টোবর এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নির্বাচন থেকে সেচ্ছায় সরে যান।

ফলে জিয়াউর রহমান ও মঈনুল হক মিশু এই দুইজনের মধ্যে মূল নির্বাচনী লড়াই হয়।

সোমবার সকালে ভোটকেন্দ্রে পর্যাপ্ত পুলিশ, আনসার, ফায়ার সার্ভিসের কর্মী মোতায়েন করা হয়। বিভিন্ন সময় কেন্দ্র পরিদর্শনে যান জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলমগীর হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পাল সহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এসময় স্বতঃস্ফূর্তভাবে সারিবদ্ধ হয়ে ভোট দেন ভোটাররা। স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধিরা সাধারণ এই নির্বাচনে ভোটার হন। সেই হিসেবে উপজেলা পরিষদ ও ৮টি ইউনিয়নের নির্বাচিত জনপ্রতিনিধি মিলিয়ে এই উপজেলায় ১০৭ জন ভোটার রয়েছেন।

এর মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান, ৮টি ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত মহিলা মেম্বাররা ভোটার হিসেবে অন্তর্ভুক্ত থাকেন।

এদিকে সংরক্ষিত নারী সদস্য পদে (রাজনগর-মৌলভীবাজার সদর) বিজয়ী হয়েছেন রাকিবা সুলতানা (দোয়াত-কলম)। তিনি রাজনগর সরকারি কলেজ কেন্দ্রে পেয়েছেন ৫৯ ভোট ও মৌলভীবাজার সদরের শাহ হেলাল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পেয়েছেন ৮৮ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সৈয়দা জেরিন আক্তার (ঘড়ি) রাজনগর সরকারী কলেজ কেন্দ্রে পেয়েছেন ৪৭ ভোট ও শাহ হেলাল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পেয়েছেন ৭২ ভোট।

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-


বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন 

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS

হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS

আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়