Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫,   পৌষ ২ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১৩:১১, ১৬ নভেম্বর ২০২৩
আপডেট: ১৪:৪৯, ১৬ নভেম্বর ২০২৩

তসফিল ঘোষণাকে স্বাগত জানিয়ে মৌলভীবাজারে আ. লীগের আনন্দ মিছিল 

আনন্দ মিছিল শেষে সংক্ষিপ্ত সভায় বক্তব্য দিচ্ছেন নেছার আহমদ এমপি। ছবি- আই নিউজ

আনন্দ মিছিল শেষে সংক্ষিপ্ত সভায় বক্তব্য দিচ্ছেন নেছার আহমদ এমপি। ছবি- আই নিউজ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে মৌলভীবাজারে আনন্দ মিছিল করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। 

বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল নির্বাচনের তফসিল ঘোষণা করেন। এর পরপরই মৌলভীবাজারের সেন্ট্রাল সড়কে এক আনন্দ মিছিল বের করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। 

মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ এমপির নেতৃত্বে আনন্দ মিছিলে অংশ নেন সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, পৌর মেয়র ফজলুর রহমান, যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ-সভাপতি এম এ রহিম (সিআইপি),জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক অজয় সেন, সদস্য আক্তারুজ্জামান, সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার (ভিপি সোয়েব), পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম এমদাদুল হক মিন্টু, জেলা যুবলীগ সভাপতি সৈয়দ রেজাউর রহমান সুমন-সহ জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আনন্দ মিছিলের শেষে সেন্ট্রাল রোডের সাধনা ঔষধালয়ের সামনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ এমপি বলেন, আজ (বুধবার) নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। আমরা একে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করছি। আগামী নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রকে আমরা আরও শক্তিশালী করব এই আশা রাখি। এই লক্ষ্যে আমাদের কাজ চলবে। 

বিএনপি-জামায়াত ও তাদের সহযোগীরা দেশেন অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পাঁয়তারা করছে জানিয়ে নেছার আহমদ বলেন, তারা আজকে নির্বাচনকে বানচাল করতে মরিয়া হয়ে আছে। তারা সব ধরনের নাশকতায় লিপ্ত হয়ে সাধারণ মানুষের জীবনকে বিপর্যস্ত করে তোলছে। এই বিএনপি-জামায়াত যেন কোনো অস্থিতিশীল পরিস্থিতি করতে না পারে সেজন্য নেতাকর্মীদের আহ্বান জানান তিনি। 

উল্লেখ্য, উল্লেখ, নির্বাচন কমিশন জাতীয় নির্বাচন ৭ জানুয়ারি হবে বলে জানিয়েছে। সে হিসেবে ভোটের বাকি আর ৫২ দিন। আগামী ৩০ নভেম্বরের মধ্যে সবগুলো নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে মনোনয়ন দাখিল করতে হবে। সে হিসেবে, বিএনপি নির্বাচনে অংশ নিবে কী-না সে সিদ্ধান্ত নিতে সময় আছে আর মাত্র ১৪ দিন। 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়