রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট: ২২:৩৫, ২১ নভেম্বর ২০২৩
আতঙ্কিত না হওয়ার পরার্মশ পুলিশের
রাজনগরে এক সপ্তাহে ৩ শিক্ষার্থী নিখোঁজ! পাওয়া গেল ৩ জনকেই
প্রতীকী ছবি
মৌলভীবাজারের রাজনগরে গত এক সপ্তাহে তিন শিক্ষার্থী নিখোঁজের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে চাউর হয়ে গিয়েছে। যদিও এদের মধ্যে দুইজনকে ভবঘুরে অবস্থায় পাওয়া গেছে। আর একজন পলিয়েছেন প্রেমিকের হাত ধরে। তাকে নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ।
এদিকে এসব ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিখোঁজ হিসেবে প্রচার পাওয়ায় আতঙ্ক দেখা দেয় অভিভাবকদের মাঝে। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জনিয়েছে পুলিশ।
খোঁজ নিয়ে জানা যায় পরিবারের পক্ষ থেকে বলা হয়- গত ১৩ নভেম্বর রাজনগরের মৌলানা মুফজ্জল হোসেন মহিলা ডিগ্রী কলেজের শিক্ষার্থী ইমা বেগম কলেজ থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়েছে। ওই দিনই থানায় সাধারণ ডায়রি করা হয়েছিল। অবশ্য পরদিন ১৪ নভেম্বর কুলাউড়া উপজেলার রবিরবাজার এলাকায় মসজিদের পাশে ভবঘুরে অবস্থায় পাওয়া যায়। তাকে বাড়িতে নিয়ে আসা হয়।
ওই শিক্ষার্থীর বাড়ি উপজেলার ফতেহপুর ইউনিয়নের গবিন্দপুর গ্রামে। তার পারিবারিক সূত্রে জানা গেছে, মানসিক সমস্যা থাকায় পথ হারিয়ে গিয়েছিল। এখন তার চিকিৎসা চলছে।
গত ১৫ নভেম্বর উপজেলার সদর ইউনিয়নের মজিদপুর গ্রামের মরহুম কয়ছর মিয়ার ছেলে রাজনগর টেকনিকেল স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর ছাত্র কাইফ আহমদ নিখোঁজ হয়। স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হওয়ার পর তার আর কোন সন্ধ্যান পাওয়া যাচ্ছিল না। পরদিন তাকেও ঢাকায় ভবঘুরে অবস্থায় পাওয়া যায়। পরিবারের সদস্যরা তাকে ঢাকা থেকে নিয়ে আসেন। তবে স্থানীয় সূত্রে জানা গেছে- রাগ করে কাইফ ঢাকা চলে যায়। পরে পরিবারের লোকজন তাকে ঢাকা থেকে নিয়ে আসেন।
এদিকে মৌলানা মুফাজ্জল হোসেন মহিলা কলেজের একাদশ শ্রেণীর অপর ছাত্রী উপজেলার মনসুরনগর ইউনিয়নের কদমহাটা গ্রামের লকন মিয়ার মেয়ে শাহানা আক্তার নিখোজ হয় গত ১৬ নভেম্বর বৃহস্পতিবার। বাড়ি থেকে কলেজের উদ্দেশ্যে বের হওয়ার পর থেকে তার আর কোন সন্ধ্যান পাওয়া যাচ্ছিল না। পরিবারের লোকজন নিখোঁজ হওয়া এবং চাঁদা দাবির অভিযোগ করে লাইভ করেন। পরে তথ্য নিয়ে জানা যায় তার প্রেমিকের হাত ধরে পাড়ি জমিয়েছেন অজানার উদ্দেশে।
এদিকে কলেজ ছাত্রী নিখোঁজের খবর ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হওয়ায় অভিভাবকদের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। অনেক শিক্ষার্থী স্কুল কলেজে যাওয়া বন্ধ করে দিয়েছেন। কমে গেছে বিদ্যালয়ে উপস্থিতির হার। পরে জানা যায় নিখোঁজ নয়, তালতো ভাইয়ের সঙ্গে পালিয়ে গিয়েছিলেন রাজনগরের শাহানা। পুলিশ তাদের নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করে।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, প্রেমিকের হাত ধরে পালিয়ে যাওয়াকে নিখোজ বলে প্রচার চালানো হয়েছে। এটা মোটেও ঠিক হযনি। অভিভাকদের আরো সচেতন হওয়া প্রয়োজন।
এদিকে সোমবার (২০ নভেম্বর) সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে জেলা শহরের শাহ মোস্তফা সড়ক থেকে তিনটি মেয়ে নিখোঁজ হয়েছে। খুঁজ নিয়ে এ ঘটনার ভিত্তি পাওয়া যায় নি। পুলিশ সূত্রে জানা গেছে এরকম কোনো ঘটনা ঘটেনি। এমনকি যারা ফেসবুকে পোস্ট করেছেন তারা কেউই ঘটনার সত্যতা নিশ্চিত করতে পারেন নি।
এ ব্যাপারে মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন আই নিউজকে বলেন- ‘নিখোঁজ আর স্বেচ্ছায় পালিয়ে যাওয়া এক নয়। রাজনগরে ভালোবাসার মানুষের সাথে পালিয়ে মেয়েটিকে ওই ছেলেসহ উদ্ধার করেছে পুলিশ। এছাড়া শাহ মোস্তফা সড়ক থেকে তিন মেয়ে নিখোঁজের খবর সত্য নয়।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’