Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৫ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১৩:২৮, ১০ ডিসেম্বর ২০২৩
আপডেট: ১৬:৪৭, ১০ ডিসেম্বর ২০২৩

মৌলভীবাজারে জাতীয় মানবাধিকার দিবস পালিত 

মৌলভীবাজারে জাতীয় মানবাধিকার দিবস পালিত। ছবি- আই নিউজ  

মৌলভীবাজারে জাতীয় মানবাধিকার দিবস পালিত। ছবি- আই নিউজ  

মৌলভীবাজারে জাতীয় মানবাধিকার দিবস ২০২৩ উদযাপন করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে র‍্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে।

আজ রোববার (১০ ডিসেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে র‍্যালী অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা ও র‍্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান। 

এ ছাড়াও এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মনজুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজমল হোসেন, সদর উপজেলার ইউএনও নাসরিন চৌধুরী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদসহ সরকারের  বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণ। 

উল্লেখ্য জাতিসংঘের নির্দেশনায় বিশ্বের সকল দেশে প্রতি বছর ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়। জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক ১০ ডিসেম্বর, ১৯৪৮ সাল থেকে দিবসটি উদ্‌যাপন করা হয়। এছাড়াও 'সার্বজনীন মানব অধিকার সংক্রান্ত ঘোষণাকে' বাস্তবায়নের লক্ষ্যে এ তারিখকে নির্ধারণ করা হয়।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়