Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১১ জুলাই ২০২৫,   আষাঢ় ২৭ ১৪৩২

রুপম আচার্য্য

প্রকাশিত: ১৯:৪৩, ২৯ ডিসেম্বর ২০২৩
আপডেট: ১৯:৪৮, ২৯ ডিসেম্বর ২০২৩

আজ ইত্যাদিতে দেখা যাবে মৌলভীবাজার পৌরসভার পলিথিনের হাট

মৌলভীবাজার পৌরসভার পলিথিনের হাট

মৌলভীবাজার পৌরসভার পলিথিনের হাট

আজ শুক্রবার (২৯ ডিসেম্বর) রাত ৮.৩০টায় দেখা যাবে ইত্যাদি মৌলভীবাজার পর্ব। পঁয়ত্রিশ বছরের ঐতিহ্যের ধারাবাহিকতায় প্রচার হবে বিটিভিতে। পাশাপাশি দেখা যাবে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে। 

এবারের পর্বটি ধারণ করা হয়েছে চায়ের দেশ মৌলভীবাজারে। এই পর্বে দেখা যাবে মৌলভীবাজার পৌরসভার ‘পলিথিনের হাট’। যে হাটে কেনা হয় পরিত্যক্ত প্লাস্টিক ও পলিথিন। পলিথিনমুক্ত পরিবেশবান্ধব শহর গড়তে যা দারুণ এক উদ্যোগ। যেটা আকৃষ্ট করেছে জনপ্রিয় উপস্থাপক হানিফ সংকেত ও ইত্যাদি টিমের।  

জেলার কুরমা চা বাগানে হানিফ সংকেতের উপস্থাপনায় দেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি অনুষ্ঠানের এবারের পর্ব ধারণ করা হয়েছে। মঞ্চ নির্মাণ করা হয় চা বাগান মাঠে। ঘন সবুজ অরণ্য, পাহাড়ের বুকে মুগ্ধতা ছড়ানো চায়ের বাগান, লেকের পাড়ে চা গাছ দিয়ে সাজানো মঞ্চে ধারণ করা হয় ইত্যাদি।

এবারের পর্বে রয়েছে সিলেটের জনপ্রিয় দুই কণ্ঠশিল্পী। মৌলভীবাজারের সন্তান সেলিম চৌধুরী ও সিলেটের সন্তান তসিবা বেগমের কন্ঠে আঞ্চলিক ভাষায় একটি ভিন্ন রকম প্রেমের গান। গানটির কথা লিখেছেন রামাচরণ, এবং ‘পুরা জগতও জানে তুমি আমায় বাসো ভালা’ শিরোনামের গানটির সুর করেছেন আকাশ মাহমুদ। 

শুক্রবার (২৯ ডিসেম্বর) রাত ৮টার বাংলা সংবাদের পর বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে একযোগে প্রচারিত হবে বছরের শেষ ইত্যাদি।

তসিবার প্রথম মিডিয়াতে যাত্রা শুরু হয়েছিল ইত্যাদির মাধ্যমেই। গত ৩০ জুলাই শুক্রবার প্রচারিত মেট্রোরেল ডিপোতে ধারণকৃত ইত্যাদিতে সংগৃহীত কথা ও সুরে সিলেটের একটি আঞ্চলিক বিয়ের গান নতুনভাবে উপস্থাপন করা হয়। তখন গানটিতে কণ্ঠ দিয়েছিলেন সিলেটের আলোচিত শিল্পী তসিবা। গানটির র্যা  প অংশ গেয়েছেন মাহমুদুল হাসান। গানটি ইত্যাদিতে প্রচারের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছিলো এবং সর্বস্তরেই এই গানটি প্রশংসিত হয়েছে।

এ ছাড়াও এই পর্বের ইত্যাদিতে মনিরুজ্জামান পলাশের কথায় ও হানিফ সংকেতের সুরে মৌলভীবাজারের স্থানীয় শতাধিক নৃত্যশিল্পীরা একটি গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেছেন। গানটি মৌলভীবাজারকে নিয়ে লেখা হয়েছে। 

তাছাড়াও মৌলভীবাজারের মঞ্চে যথারীতি চা বাগানের চা পাতা নিয়ে রয়েছে নানি-নাতির কথার মাতামাতি। এদিকে ইত্যাদি’র দর্শকের লেখা নিয়মিত চিঠিপত্র বিভাগে মুক্তিযুদ্ধের তথ্যচিত্র ও স্মারক সংগ্রাহক হিসাবে পরিচিত বিকুল চক্রবর্তীর কার্যক্রম তুলে ধরে একটি প্রতিবেদন দেখানো হবে। 

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি সম্পর্কে কথা হয় তসিবা বেগমের সাথে। তিনি আই নিউজকে বলেন, ‘মিডিয়া ইন্ডাস্ট্রিজে যাত্রা শুরু হয় ইত্যাদির মাধ্যমে। গত ৩০ জুলাই ইত্যাদিতে দেখানো ‘আমি পালস্ক সাজাইলাম গো’ এই গানে কন্ঠ দিয়েছেন। গানটি ইউটিউবে প্রকাশ করার পরপরই সারাদেশে সাড়া ফেলে দেয়। প্রবাসী শিল্পী মুজা ভাইয়ের কথায় সিলেট থেকে ভাইরাল হওয়া ‘নয়া দামান’গানটির মাধ্যমে আলোচনায় আসেন তিনি। 

তাছাড়া সেলিম চৌধুরীর সাথে ইত্যাদিতে এটি তার দ্বিতীয় গান, এর আগে বিটিভিতে সেলিম চৌধুরীর সাথে একটি দুয়েট গান করেছিলেন।

আরো খবর

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ