নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
আপডেট: ১৯:৪০, ১২ ফেব্রুয়ারি ২০২৪
রাজনগরে এক বছরের মধ্যে পৌরসভা হবে
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিল্লুর রহমান এমপি। ছবি- আই নিউজ
মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলা সদর অচিরেই পৌরসভায় উন্নীত হবে বলে জানিয়েছেন মৌলভীবাজার-৩ আসনের নির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান। তিনি এ বিষয়ে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা দিয়েছেন।
রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এ কথা জানান জিল্লুর রহমান। জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালামের সভাপতিত্বে এদিন সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিল্লুর রহমান এমপি। তিনি জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সিভিল সার্জন ও বিভিন্ন দফতর প্রধানদের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলেন এবং রূপরেখা তৈরির নির্দেশনা দেন।
সভায় মোহাম্মদ জিল্লুর রহমান মৌলভীবাজার সদর ও রাজনগরে আরও কতোগুলো কমিউনিটি ক্লিনিক এবং ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র স্থাপন করতে হবে এ বিষয়েও প্রকল্প তৈরির জন্য সিভিল সার্জনকে নির্দেশনা দেন।
রোববার (১১ ফেব্রুয়ারি) উপস্থিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যদের কাছ থেকে এসব তথ্য পাওয়া গেছে।
জিল্লুর রহমান সভায় বলেন, মেডিকেল কলেজ মৌলভীবাজার সদরেই হবে। আমি স্বাস্থ্য মন্ত্রণালয় এবং কৃষিমন্ত্রীর সাথে এ ব্যাপারে আলাপ করেছি। তবে, এই মুহুর্তে মৌলভীবাজার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে যে জায়গা আছে সেটা পর্যাপ্ত নয়। হাসপাতালের বিপরীতে অবস্থিত টিএন্ডটির খালি জায়গাসহ একটি পরিকল্পনা আমাদেরকে করতে হবে। এজন্য তিনি জেলা প্রশাসক ও সিভিল সার্জনকে প্রকল্প গ্রহণ করার নির্দেশনা তিনি। পাশাপাশি রাজনগর ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালকে ১০০ শয্যাবিশিষ্ট করার পরিকল্পনার কথা জানান। এজন্য জেলা প্রশাসক, সিভিল সার্জন ও উপজেলা নির্বাহী অফিসারকে প্রয়োজনীয় পদক্ষেপ ও প্রকল্প তৈরি করতে বলেন।
এ ছাড়াও, মতবিনিময় সভায় তিনি মৌলভীবাজার ও শ্রীমঙ্গল শহরে বৈদ্যুতিক লাইন মাটির নীচ দিয়ে নিতে প্রকল্প তৈরি করার জন্য বিদ্যুৎ বিভাগকে নির্দেশনা দেন। স্মার্ট মৌলভীবাজার গঠনে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে রাস্তা প্রশস্তকরণ ও উন্নয়নের জন্য মাস্টারপ্ল্যান তৈরি করতে সড়ক ও জনপথ বিভাগ এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকে নির্দেশনা দেন।
মৌলভীবাজারকে একটি স্মার্ট জেলায় রূপান্তর এবং নাগরিকদের দ্বারে দ্বারে সরকারের সেবা পৌঁছে দিতে জেলার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা, পরিবেশ অধিদপ্তরসহ সরকারি সেবামূলক সকল দপ্তরকে প্রকল্প গ্রহণ করতে নির্দেশনা দেন জিল্লুর রহমান। তিনি দুই মাসের মধ্যে এসব নিয়ে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা দিতে সকল দপ্তরের প্রতি আহ্বান জানান।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’