Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫,   আষাঢ় ২০ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৫:০১, ২৯ ফেব্রুয়ারি ২০২৪

মৌলভীবাজারে ২৬ মার্চের প্রস্তুতি

মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা। ছবি- আই নিউজ

মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা। ছবি- আই নিউজ

২৬ মার্চ বাঙালী জাতির মহান স্বাধীনতা দিবস। মৌলভীবাজারে ২৬ মার্চ যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) মৌলভীবাজার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। 

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল হকের সঞ্চালনায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম। 

সভায় ২৫ মার্চ গণহত্যা দিবস স্মরণ এবং ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।    

প্রস্তুতি সভায় পৌর মেয়র ফজলুর রহমান, জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহীন, পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার ফজলুর রহমান মহসিন-সহ বীর মুক্তিযোদ্ধা্, বিভিন্ন সরকারি-বেসরকারি দফতরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, স্কাউট, রোভার স্কাউট এবং সাংস্কৃতিক সংগঠকেরা উপস্থিত ছিলেন।

বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অপূর্ব কান্তি ধর, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত, বিটিভির জেলা প্রতিনিধি ও আই নিউজের সম্পাদক হাসানাত কামাল, সাংস্কৃতিক সংগঠক সৈয়দ সলমান আলী প্রমুখ। 

সভায় উপস্থিত বক্তারা পুষ্পস্তবক অর্পণে শৃংখলার নিমিত্তে কে আগে ফুল দেবেন কে পরে ফুল দেবেন সে বিষয়ে ক্রম তৈরির ওপর গুরুত্ব দেন। বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন পুষ্পস্তবক অর্পণের ক্রমধারায় জেলা প্রশাসনের পরপরই বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিতে দৃষ্টি আকর্ষণ করেন।  

জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম বলেন- যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সুশৃংখলভাবে দিবসগুলো পালন করা হবে। সেভাবে ব্যবস্থা নেওয়া হবে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়