Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫,   বৈশাখ ২৬ ১৪৩২

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৩৪, ২ এপ্রিল ২০২৪
আপডেট: ১৫:৫৪, ২ এপ্রিল ২০২৪

শ্রীমঙ্গলে রাস্তা ছেড়ে খাদে হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেস বাস

দুর্ঘটনা কবলিত হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেস বাস।

দুর্ঘটনা কবলিত হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেস বাস।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভৈরববাজার বরুণা মাদ্রাসা গেট এলাকায় একটি যাত্রীবাহী হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেস বাস দুর্ঘটনার শিকার হয়ে খাদে পড়ে গেছে। এ ঘটনায় আ হ ত হয়েছেন একজন যাত্রী।

মঙ্গলবার(২ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে শ্রীমঙ্গল-মৌলভীবাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে। হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেস বাসটির চালক শাহিন মিয়া গাড়িটি চালাচ্ছিলেন। গাড়ি চালক শাহিন হবিগঞ্জের রতনপুর গ্রামের বাসিন্দা।

তাৎক্ষণিক আহতের নাম পরিচয় জানা যায়নি।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীবাহী সিলেটগামী বাসটি বরুণা মাদ্রাসা গেট এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে  পড়ে যায়। এতে যাত্রীদের তেমন আহতের কোনো ঘটনা ঘটেনি। আহত একজনকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।

শ্রীমঙ্গল থানার সাব ইন্সপেক্টর সজীব চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। প্রত্যক্ষদর্শীরা জানান আহতের তেমন কোনো ঘটনা ঘটেনি,এবং হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়