Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৭ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৩ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১৬:০৫, ২৩ মে ২০২৪

মৌলভীবাজারে আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি 

পুরোনো ছবি

পুরোনো ছবি

মৌলভীবাজারে আজ সকাল থেকেই ছিল গরমের দাপট। বেলা তিনটার দিকে মৌলভীবাজারের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। যা গত ছয় দিনের মধ্যে সর্বোচ্চ। 

বৃহস্পতিবার (২৩ মে) বেলা ৩টার এই তাপমাত্রা রেকর্ড করা হয়। শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের কর্মকর্তা মো. আনিসুর রহমান এ তথ্য জানিয়েছেন। 

এর আগে গত শুক্রবারে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস। এরপর আজ বৃহস্পতিবার আবার সর্বোচ্চ ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। 

তীব্র গরমে শহরে স্বাভাবিক জীবনযাপন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রখর রোদ আর ভ্যাপসা গরমের কারণে বাইরে আসছেন না মানুষ। অন্যদিকে বিভিন্ন ভাসমান পেশাজীবী মানুষ এই রোদের মধ্যেই কাজ করছেন। 

এদিকে, এক পূর্বাভাসে সিলেট ও চট্টগ্রামসহ দেশের ৫টি অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানিয়েছেন, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি আরো ঘনীভূত হতে পারে।

শুক্রবার সকাল পর্যন্ত চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আই নিউজ/এইচএ 

আরও পড়ুন
Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়