Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫,   বৈশাখ ২৬ ১৪৩২

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি 

প্রকাশিত: ১৬:৩২, ১ জুলাই ২০২৪

কমলগঞ্জে স্কুল ছাত্রীকে ধ/র্ষ/ণের অভিযোগে মামলা, ২ জন আটক

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

মৌলভীবাজারের কমলগঞ্জে বিয়ের প্র/লো/ভন দেখিয়ে এক স্কুল ছাত্রীকে ধ/র্ষ/ণের অভিযোগে সিদ্দিকুর রহমান সিয়াম ও মো. জালাল আহমদের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার দুই অভিযুক্ত ২ জনকে আটক করেছে পুলিশ।

গত রোববার (৩০ জুন) রাতে কমলগঞ্জ থানায় মামলা করে নি/র্যা/তি/তার মা জামিলা বেগম। আটক দুই জনের নাম সিদ্দিকুর রহমান সিয়াম ও মো. জালাল আহমদ। 

নি/র্যা/তনের শি/কার কিশোরী পুলিশ হেফাজতে ডাক্তারী পরীক্ষা সম্পন্ন করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভ/র্তি করা হয়েছে। 

এ ঘটনায়  অভিযান চালিয়ে গ্রেফতারে পুলিশ। গ্রেপ্তারকৃত ধর্ষক কুলাউড়ার হাজীপুর ইউনিয়নের ভূঁইগাও গ্রামের ছুরুক মিয়ার ছেলে সিদ্দিকুর রহমান সিয়াম (১৯) ও হাসান আলীর ছেলে মো. জালাল আহমদ (২০)।

থানার মামলা সুত্রে জানা যায়, নির্যাতিতা স্কুল ছাত্রীর বাড়ীর পাশেই আসামীর আত্মীয় বাড়ী হওয়ার সুবাদে এ সম্পর্ক গড়ে উঠায় আসামী সিদ্দিকুর রহমান সিয়াম (১৯) ও তার সহযোগি মো. জালাল আহমদ(২০) প্রায়ই তাদের বাড়ীতে আসা-যাওয়া করত। এ ঘটনার প্রায় তিন মাস পূর্ব থেকেই আসামী তাকে বিভিন্ন সময়ে বিবাহের প্র/লো/ভন দিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলার প্রস্তাব দিয়ে আসছে সিদ্দিকুর রহমান সিয়াম। কিন্তু, আসামীর কু-প্রস্তাবে রাজি না হওয়ায় তার মোবাইল ফোনে হু/ম/কি ও বিভিন্ন প্র/লো/ভ/ন দেখাতো বলে মামলায় উল্লেখ করে।

গত ২৬ জুন সকাল ১০ টার দিকে প্রাইভেট পড়তে যাওয়ার সময় ভানুগাছ রেল স্টেশনের পাশে আসা মাত্র একটি প্রাইভেট কারে তুলে অপহরন করে নিয়ে যায় শিক্ষার্থীকে। পরে পরিবারে লোকজন অনেক খোজাখুুঁজির পর গত ২৭ জুন বিকালে বাড়িতে ফিরে আসে। পরে নি/র্যা/তি/ত ছাত্রীর তথ্য অনুযায়ী ঐ আসামীরা তাকে অপহরন করে সিলেটে একটি স্থানে নিয়ে ধ/র্ষ/ণ করে। এ সময় ধ/র্ষ/কদের কাছ থেকে পালিয়ে আসে স্কুল ছাত্রী। পরে এ ঘটনায় স্কুল ছাত্রীর মা জামিলা বেগম বাদি হয়ে দুইজনকে আসামী করে থানায় মামলা দায়ের করে। ধ/র্ষ/ণের শিকার ওই কিশোরী কমলগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্রী।

কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক জানান, স্কুল ছাত্রীকে ধ/র্ষ/ণে/র ঘটনায় মামলা হয়েছে। পরে আসামী দুজনকে আটক করা হয়েছে। নি/র্যা/তি/ক কিশোরী চিকিৎসাধীন অবস্থায় সদর হাসপাতালে ভর্তি রয়েছে বলে জানান ওসি (তদন্ত)।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়