মো.আফজল হোসেইন
শ্রীমঙ্গলে কাশফুলের সৌন্দর্যে মেতেছেন পর্যটকরা
বহমান ছড়া, তার পাশেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে অসংখ্য সাদা কাশফুল।
দুই পাশে সারিবদ্ধ চা-বাগান মাঝখানে বহমান ছড়া, তার পাশেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে অসংখ্য সাদা কাশফুল। মৃদু হাওয়ায় দোলে উঠছে কাশফুল। প্রকৃতির এমন চিত্রাঙ্কনে পুরা কাশবন ফুলে ফুলে রঞ্জিত। যা দেখতে ভিড় করছেন এসে শ্রীমঙ্গলে ঘুরতে আসা পর্যটক, দর্শনার্থীরা।
প্রতিবছর আশ্বিন এলেই সাদা তুলোর মতো ফুলে ছেয়ে যায় চারপাশ। ঘ্রাণহীন এ ফুলের আছে ভিন্ন এক রূপ।প্রকৃতিপ্রেমীদের কাছে তাই শরৎ মানেই কাশফুল। চোখ জুড়ানো আর মন ভোলানো এ গাছ সচরাচর ফুল গাছের মতো হয় না। লম্বাটে সবুজ গড়নের সাদা পেজা তুলোর মতো ডালপালায় ভর্তি কাশফুল। প্রকৃতি তার আপন রূপ-রস-গন্ধ নিয়ে চিরকাল প্রাণময় হয়ে থাকে।
চায়ের রাজধানী খ্যাত শ্রীমঙ্গলের ভানুগাছ সড়কের বেলতলীনামক স্থানে নয়নাভিরাম এই কাশবনের অবস্থান। সাধারণত নদী তীর এবং পানির কাছাকাছি ফাকা বালুময় জমিতে প্রচুর কাশফুল ফুটে।শরৎকাল অর্থাৎ সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসে সাধারণত কাশফুল ফুটে।নদীর তীরে ফুলফোটা শ্বেতশুভ্র কাশবন দেখতে খুবই সুন্দর।এটি নিয়ন্ত্রণহীন ভাবে মাটিতে দ্রুত জাত তৈরি করতে সক্ষম।
এছাড়াও এই ঋতুতে হিমঝুরি, গগনশিরীষ, পাখিফুল, পান্থপাদপ, বকফুল, মিনজিরি, শেফালি, শিউলি, ছাতিম ফুল, প্রভৃতি ফুল ফুটতে দেখা যায়।
দেশের বিভিন্ন জেলা থেকে আগত দর্শনার্থীরাও কাশবন অবলোকন করে বেজায় খুশি। চা-বাগানের মাঝে ছড়ার পাড়ে এমন কাশবন দর্শনার্থীদের বাড়তি আনন্দ যোগায়। দূর থেকে দেখে বোধ হয় সবুজের বুকে রোশনি ছড়াচ্ছে এক মুঠো সাদাফুল। কাশবনটি চা-বাগানের মাঝে ও ছড়ার নিকটবর্তী হওয়ায় বৃদ্ধি পেয়েছে প্রাকৃতিক সৌন্দর্য। পর্যটক-দর্শনার্থী, প্রকৃতিপ্রেমী লোকেরা ফুলে ফুলে ভরা এসব দৃশ্য দেখে হন মুগ্ধ। এ ফুলের গাছগুলো সমহিমায় উজ্জ্বল হয়ে নিজেকে মেলে ধরেছে প্রকৃতিতে।
প্রকৃতির যেসব সুন্দর মানুষের জীবনকে মধুর করে তোলে,সেগুলো চিরকালীন। সববয়সী লোকের কাছে প্রিয় কাশফুল।তাইতো পরিবার,বন্ধুবান্ধব প্রিয়জনকে নিয়ে সময় কাটাতে ব্যস্ত কাশবনে।কাশবনে বিরলে সময় কাটাতে আসে অনেকেই।কেউ কাশফুল জরিয়ে ধরে ছবি তুলছে,কেউবা দৃশ্য ধারণ করে কন্টেন্ট তৈরি করছে।
আগত স্থানীয় দর্শনার্থী নাজমুল, মো. রাসেল, মো. রুমান বলেন- সময় কাটাতে আসি কাশবনে। শরতের শুরুতে কাশ বনটি সাদা রঙে উজ্জ্বল হয়ে ওঠে। আমরা কাশবনে প্রায় ছবি তুলতে যাই।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’