শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট: ২২:৩৭, ১৫ জুন ২০২১
শ্রীমঙ্গলে অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় নারী আটক

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের কুঞ্জবন নামক স্থানে অবৈধ অনুপ্রবেশের দায়ে সমজা বিবি (৩১) নামে ভারতীয় এক নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১৫ জুন) বিকালের দিকে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালেক আটকের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সীমান্ত অনুপ্রবেশের দায়ে আটক নারীর বিরুদ্ধে মামলা হয়েছে। বর্তমানে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
জানা যায়, সোমবার (১৪ জুন) বিকাল ৩টার দিকে শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের কুঞ্জবন এলাকা থেকে বিজিবি টহল দলের হাতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় এ নারীকে আটক করা হয়। আটকের পর বিজিবি টহল দলের কাছে স্বীকার করে সে তাঁর স্বামীসহ ভারত সীমান্ত হয়ে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ করেছে। এরপর রাত ১১টার দিকে শ্রীমঙ্গল থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়।
আটক সমজা বিবি ভারতের ধলাইপিন জেলার কমলপুর মহকুমার গঙ্গানগর গ্রামের মো. আব্দুস সালাম এর স্ত্রী বলে নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক ওসি (তদন্ত) হুুুুমায়ুন কবির।
এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ব্যাটালিয়ন ৫৫ এর সহকারী পরিচালক নাসির উদ্দীন জানান, গত সোমবার বিকাল ৩টার দিকে স্থানীয় সূত্রে বিজিবি টহল দলের কাছে ওই ভারতীয় নারীর সীমান্ত অনুপ্রেবেশের বিষয়ে প্রথমে তথ্য আসে। পরবর্তীতে টহল দলের সদস্যরা সিন্দুরখান ইউনিয়নের কুঞ্জবন এলাকায় ওই নারীকে দেখতে পেয়ে জিজ্ঞাসাবাদ করলে সে সীমান্ত অনুপ্রবেশের বিষয়টি স্বীকার করলে তাঁকে আটক করা হয়।
এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় দি কন্ট্রোল অব এন্ট্রি অ্যাক্ট, ১৯৫২ এর ৪ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।
আইনিউজ/আরডি/এসডি
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`