আহমেদ ফারুক মিল্লাদ, শ্রীমঙ্গল থেকে
আপডেট: ২২:৪৫, ১৯ জানুয়ারি ২০২৩
মৌলভীবাজারে শীতের তীব্রতা আরো বাড়বে

কুয়াশা মোড়ানো সকাল। ছবি : হাসনাত রনি
হিমেলবাতাসে কাঁপছে হাওর, পাহাড়, নদী ও চা-বাগান বেষ্টিত জেলা মৌলভীবাজার। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) শীতের শহর শ্রীমঙ্গলে দেশের দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় আবহাওয়া অফিস বলছে মৌলভীবাজার জেলায় শীতের তীব্রতা আরো বাড়বে।
বৃহস্পতিবার সকালের দিকে ঘন কুয়াশা পড়লেও বেলা বাড়ার সাথে সাথে সূর্যের দেখা মেলে। তবে সন্ধ্যার পর আবারও হিমেল ঠান্ডা বাতাস জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে।
এদিকে গতকাল বুধবার (১৮ জানুয়ারি) শ্রীমঙ্গলে তাপমাত্রা রেকর্ড করা হয়- ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গত ৩ জানুয়ারি সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ।
শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের পর্যবেক্ষক আনিসুর রহমান বলেন, তাপমাত্রা কমে যাওয়ার ফলে মৌলভীবাজারে বইছে মাঝারি শৈত্যপ্রবাহ। তিনি বলেন শীতের তীব্রতা আরো বাড়বে। এ পরিস্থিতি দুইতিন দিন বিরাজ করতে পারে।
আবহাওয়া পর্যবেক্ষকদের ধারণা- মৌলভীবাজারে তাপমাত্রা ৫ ডিগ্রি সেলিসিয়াসে নেমে আসতে পারে।
এদিকে শীত জেঁকে বসায় কষ্ট বেড়েছে পর্যটন ও প্রবাসী অধ্যুষিত চায়ের দেশ মৌলভীবাজার জেলার মানুষের। নতুন বছরের শুরুতেই বেশি শীত অনুভূত হচ্ছে এখানে। সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন হাওরাঞ্চল ও চা-বাগানে বসবাসকারী লোকজন।
এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে শীতার্ত মানুষের মধ্যে প্রায় ৩৫ হাজার পিস কম্বল বিতরণ করা হয়েছে।
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’
- করোনা জয় করে সুস্থ হয়েছেন মৌলভীবাজারের ৩ চিকিৎসক
- রেড জোনে মৌলভীবাজার ও হবিগঞ্জের যেসব এলাকা
- করোনা আক্রান্ত ডাক্তার দম্পতি, দেখতে পারেননি মৃত বাবাকেও
- মৌলভীবাজারে ৫৬ করোনা রোগী, হটস্পট শহরেই ২৭ জন
- মৌলভীবাজারের কোন এলাকা কোন জোনে
- রাতে মৃত সন্তান জন্ম দিয়ে সকালে মায়ের মৃত্যু