Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৭ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৪ ১৪৩২

প্রকাশিত: ১৭:৫৭, ২৩ ফেব্রুয়ারি ২০২৪

মৌলভীবাজারে অণু নাটক উৎসব

মৌলভীবাজারে অণু নাটক উৎসব

মৌলভীবাজারে অণু নাটক উৎসব

মৌলভীবাজারে রাহিন এন্টারটেইনমেন্টের আয়োজনে দিনব্যাপী অণু নাটক উৎসব অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মৌলভীবাজার পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত হওয়া উৎসবে কয়ছর আহমদের রচনা ও নির্দেশনায় চারটি অণু নাটক পরিবেশন করে মৌলভীবাজার রেপার্টরি থিয়েটার। 

অণু নাটক উৎসবে  'কারাগারের পাগল দফা', 'বেগম লুৎফুন্নেছা', 'সুয়া' এবং 'আমি ফকির আওরঙ্গজেব' নাটক চারটি মঞ্চস্থ হয়।

রুহুল আমীন রুহেলের প্রযোজনায় কারাগারের পাগল দফা নাটকে অভিনয় করেন মুহিনুর রহমান, হাবিবুর রহমান রাজিব, নাইম আহমদ, রায়হান আহমদ বাবলু ও সুলতান মনসুর। 

পান্না দত্তের প্রযোজনায় বেগম লুৎফুন্নেছা নাটকে একক অভিনয় করেন নিশিতা দাশ রাত্রি। 

সাজ্জাদুর রহমান পিন্টুর প্রয়োজনায় সুয়া নাটকে অভিনয় করেন সুদীপ দাশ, মারুফ আহমদ ও জাকারিয়া শিবলী।

মির্জা সোহেল বেগের প্রযোজনায় আওরঙ্গজেব নাটকে একক অভিনয় করেন সাইদুল ইসলাম আনিছ। 

মূলত ছোট পরিসরে, কম সময়ে, কম ব্যয়ে এবং কম চরিত্রে নাটক মঞ্চস্থ করার লক্ষ্যে অণু নাটক এবং অণু নাটক উৎসবের আয়োজন বলে জানান আয়োজকেরা।

মৌলভীবাজার | শীতকালীন পথ নাটক | বাংলাদেশ পথ নাটক পরিষদ

মৌলভীবাজারে বঙ্গবন্ধু নাট্য ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

মৌলভীবাজারে মুগ্ধতা ছড়ালো ফরাসি নাটক ‘কঞ্জুস’

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়