Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১৯ জানুয়ারি ২০২৬,   মাঘ ৫ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২২:৪৪, ১৮ জানুয়ারি ২০২৬

কামাল মনসুরের প্রথম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কচুয়া আল-মনসুর ওয়েলফেয়ার ট্রাস্টের ফাউন্ডার্স ট্রাস্টি ও বিশিষ্ট সমাজসেবক মরহুম মোহাম্মদ কামাল মনসুরের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ইসহালে সওয়াবের উদ্দেশ্যে গত ১২ জানুয়ারি মৌলভীবাজার জেলা সদরের একাটুনা ইউনিয়নের কচুয়াস্থ মরহুমের নিজ বাসভবনে দোয়া মাহফিল, খতমে কুরআন ও সিন্নির আয়োজন করা হয়। একই সঙ্গে যুক্তরাজ্যের কার্ডিফ শাহজালাল মসজিদ, কচুয়া জামে মসজিদ ও মাদ্রাসায় পৃথক দোয়ার আয়োজন করা হয়।

মরহুমের নিজ বাড়িতে আয়োজিত দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন কচুয়া জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা সাদিক আহমদ বাহুবলী। অপরদিকে যুক্তরাজ্যের কার্ডিফ শাহজালাল মসজিদে দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোহাম্মদ হালিম উদ্দিন নূরী।

দোয়া মাহফিলে মরহুম কামাল মনসুরের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এই প্রার্থনা করেন উপস্থিত ধর্মপ্রাণ মুসল্লি ও শুভাকাঙ্ক্ষীরা।

মরহুম মোহাম্মদ কামাল মনসুর ছিলেন ইউকে-বিডি টিভির চেয়ারম্যান ও গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কনভেনর মোহাম্মদ মকিস মনসুরের ছোট ভাই। তিনি একাধারে সমাজসেবক ও যুব সংগঠক হিসেবে পরিচিত ছিলেন। জীবদ্দশায় তিনি কচুয়া আল-মনসুর ওয়েলফেয়ার ট্রাস্টের ফাউন্ডার্স ট্রাস্টি, একাটুনা ইউনিয়ন ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন অব মৌলভীবাজারের অন্যতম ট্রাস্টি, ইউনিটি অব মৌলভীবাজারের বাংলাদেশ টিমের সদস্য, ক্রিকেট প্লেয়ার্স অ্যাসোসিয়েশন অব ৬নং একাটুনা ইউনিয়ন (ইউ-সিক্স)-এর উপদেষ্টা, কচুয়া যুব সংঘের প্রচার সম্পাদক, একাটুনাবাজার এমএমপি লাইব্রেরির সভাপতি ছাড়াও একাটুনা বাজার ব্যবসায়ী সমিতি, কচুয়া মসজিদ ও মাদ্রাসাসহ বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। দেশে-বিদেশে মৌলভীবাজারভিত্তিক নানা সংগঠনের দপ্তর সম্পাদক হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন।

উল্লেখ্য, ২০২৫ সালের ১২ জানুয়ারি রোববার বাংলাদেশ সময় সকাল ৬টা ২০ মিনিটে হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে তিনি মৌলভীবাজারের একটি ক্লিনিকে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর জানাজার নামাজ মৌলভীবাজার জেলা সদরের কচুয়াস্থ নিজ বাড়িতে হাজারো মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে পিতার কবরের পাশে তাঁকে দাফন করা হয়।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৪৮ বছর। তিনি স্ত্রী, এক পুত্র, দুই কন্যা, মা, ভাই-বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

ইএন/এসএইচএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়