শ্রীমঙ্গল প্রতিনিধি
বালিকা ভলিবল চ্যাম্পিয়ন ভূনবীর দশরথ উচ্চ বিদ্যালয়
ছবি: আই নিউজ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বালিকা ভলিবল চ্যাম্পিয়নশিপ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২টায় ভূনবীর দশরথ হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
স্পোর্টস ফর হোপ অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স (এসএইচআই) ও ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড (ডিবিএইচ)-এর যৌথ আয়োজনে আন্তঃচ্যাম্পিয়নশিপটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ভূনবীর দশরথ হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ঝলক কান্তি চক্রবর্তী।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করেন স্পোর্টস ফর হোপ অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স (এসএইচআই)-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শারমিন ফারহানা চৌধুরী।
এ সময় আরও উপস্থিত ছিলেন স্পোর্টস ফর হোপ অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স (এসএইচআই)-এর সাধারণ সম্পাদক পাপ্পু মোদক, এসএইচআই শ্রীমঙ্গলের ইনচার্জ ঝিনুক বৈদ্যসহ অন্যান্য অতিথিবৃন্দ।
নকআউট পদ্ধতিতে আয়োজিত এক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে মির্জাপুর উচ্চ বিদ্যালয় বালিকা টিমের মুখোমুখি হয়ে ভূনবীর দশরথ উচ্চ বিদ্যালয় বালিকা টিম বিজয়ী হয়েছে।
খেলায় মির্জাপুর উচ্চ বিদ্যালয় ও ভূনবীর দশরথ উচ্চ বিদ্যালয়ের বালিকা টিম অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় উভয় বিদ্যালয়ের মোট চারটি দল অংশ নেয়, যেখানে প্রতিটি দলে আটজন করে মোট ৩২ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।
খেলায় অসাধারণ নৈপুণ্য প্রদর্শনের জন্য শর্মি বৈদ্যকে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত করা হয়। এদিকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই শেষে মির্জাপুর উচ্চ বিদ্যালয় বালিকা টিম রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। খেলাটি দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ ও আনন্দের সৃষ্টি করে।
ইএন/এসএইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























