Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২০ জানুয়ারি ২০২৬,   মাঘ ৬ ১৪৩২

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ২২:৫৪, ১৯ জানুয়ারি ২০২৬

বালিকা ভলিবল চ্যাম্পিয়ন ভূনবীর দশরথ উচ্চ বিদ্যালয়

ছবি: আই নিউজ

ছবি: আই নিউজ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বালিকা ভলিবল চ্যাম্পিয়নশিপ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২টায় ভূনবীর দশরথ হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

স্পোর্টস ফর হোপ অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স (এসএইচআই) ও ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড (ডিবিএইচ)-এর যৌথ আয়োজনে আন্তঃচ্যাম্পিয়নশিপটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ভূনবীর দশরথ হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ঝলক কান্তি চক্রবর্তী।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করেন স্পোর্টস ফর হোপ অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স (এসএইচআই)-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শারমিন ফারহানা চৌধুরী।

এ সময় আরও উপস্থিত ছিলেন স্পোর্টস ফর হোপ অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স (এসএইচআই)-এর সাধারণ সম্পাদক পাপ্পু মোদক, এসএইচআই শ্রীমঙ্গলের ইনচার্জ ঝিনুক বৈদ্যসহ অন্যান্য অতিথিবৃন্দ।

নকআউট পদ্ধতিতে আয়োজিত এক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে মির্জাপুর উচ্চ বিদ্যালয় বালিকা টিমের মুখোমুখি হয়ে ভূনবীর দশরথ উচ্চ বিদ্যালয় বালিকা টিম বিজয়ী হয়েছে।

খেলায় মির্জাপুর উচ্চ বিদ্যালয় ও ভূনবীর দশরথ উচ্চ বিদ্যালয়ের বালিকা টিম অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় উভয় বিদ্যালয়ের মোট চারটি দল অংশ নেয়, যেখানে প্রতিটি দলে আটজন করে মোট ৩২ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।

খেলায় অসাধারণ নৈপুণ্য প্রদর্শনের জন্য শর্মি বৈদ্যকে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত করা হয়। এদিকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই শেষে মির্জাপুর উচ্চ বিদ্যালয় বালিকা টিম রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। খেলাটি দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ ও আনন্দের সৃষ্টি করে।

ইএন/এসএইচএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়