সুনামগঞ্জ প্রতিনিধি
আপডেট: ১৭:৫৩, ২৯ ডিসেম্বর ২০২০
মেয়ের ইটের আঘাতে প্রাণ হারালেন মা

ফাইল ছবি
মেয়ের ইটের আঘাতে প্রাণ হারালেন এক বৃদ্ধ মা। সোমবার রাতে সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়নের আক্তাপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম সফিকুন নেছা (৬০)। তিনি ওই গ্রামের ইস্কন্দর আলীর স্ত্রী। তার মেয়ের নাম হালিমা বেগম (২২)।
হালিমা বেগম জামালগঞ্জ উপজেলার কামলাবাজ গ্রামের আলী নুর মিয়ার স্ত্রী। হালিমা ২ সন্তানের জননী ও ৭ মাসের অন্তঃসত্ত্বা। পরিবারের দাবি, হালিমা মানসিক ভারসাম্যহীন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ৩-৪ বছর আগে হালিমা বেগমের সঙ্গে পার্শ্ববর্তী জামালগঞ্জ উপজেলার কামলাবাজ গ্রামের আলী নুরের বিয়ে হয়। হালিমা বেগম মানসিক ভারসাম্যহীন থাকায় বেশিরভাগ সময়তিনি বাবার বাড়িতেই থাকতেন। হালিমাকে লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হতো।
সোমবার রাত সাড়ে ৮ টায় হালিমার মা সফিকুন নেছা মেয়ের রাতের বিছানা তৈরি ও খাবার দিতে গেলে ওই অবস্থাতেই হালিমা তার পাশে থাকা ইট দিয়ে মায়ের মাথায় উপর্যুপরি আঘাত করেন।
পরিবারের লোকজন টের পেয়ে দ্রুত সফিকুন নেছাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় দক্ষিণ সুনামগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোক্তাদির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মেয়েটিকে আটক করা হয়েছে। তিনি মানসিক ভারসাম্যহীন কিনা সেটা নিশ্চিত করতে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আইনিউজ/এসডিপি
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার