Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৪ আগস্ট ২০২৫,   ভাদ্র ৯ ১৪৩২

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৪:২৭, ৩ জানুয়ারি ২০২১
আপডেট: ১৪:৩৪, ৩ জানুয়ারি ২০২১

ডায়াগনস্টিক সেন্টারে ঢুকে এক কর্মচারীকে এলোপাতারি ছুরিকাঘাত

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সুনামগঞ্জের তাহিরপুরে একটি ডায়াগনস্টিক সেন্টারে দুর্বত্তরা ঢুকে হাসিবুল হাসান শান্ত (২৫) নামের ওষুধ কোম্পানির এক কর্মচারীকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করেছে।

গতকাল শনিবার (০২ জানুয়ারি) রাতে ন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে। শান্ত টাংগাইল জেলার ঘাটাইল থানার পুয়াগুলা গ্রামের বাসিন্দা হাবিবুর ইসলামের ছেলে।

আজ রোববার (০৩ জানুয়ারি) জানা যায়, আহত হাসিবুল ইসলাম একটি ওষুধ কোম্পানিতে কর্মরত আছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টারে কর্মরত জলিল মিয়ার ভাতিজা শান্ত। চাচার সাথেই ডায়াগনস্টিক সেন্টারের কক্ষে রাতে থাকেন।

শনিবার রাতে ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করার জন্য কয়েকজন লোক এলে ভিতরে থাকা হাসিবুল দরজা খুলে দিলে চার-পাচঁজন ভিতরে প্রবেশ করে এলোপাতারি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

সেখানকার কর্তব্যরত চিকিৎসকগণ তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে তার অবস্থা গুরুতর হয়ে যাওয়ায় তাকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ তরফদার জানান, ঘটনার কারণ এখনো জানা যায়নি। তবে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

আইনিউজ/বিএম

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ