Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ৩০ অক্টোবর ২০২৫,   কার্তিক ১৫ ১৪৩২

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৪৮, ৪ জানুয়ারি ২০২১

১০০ গাছের চারা রোপণ করলো র‌্যাব

ফাইল ছবি

ফাইল ছবি

মুজিববর্ষ উপলক্ষে সুনামগঞ্জের হালুয়ারগাঁও মেইন রোড থেকে জেলা কারাগার প্রাঙ্গন পর্যন্ত রাস্তার পাশে বিভিন্ন জাতের ঔষধি ও ফলজসহ ১০০ গাছের চারা রোপণ করেন র‍্যাব-৯।

আজ সোমবার (৪ জানুয়ারি) দুপুরে গাছের চারা রোপণ করেন র‍্যাব-৯ সুনামগঞ্জের অধিনায়ক লে. কমান্ডার মো. ফয়সল আহমদ।

এ সময় উপস্থিত ছিলেন- র‍্যাব-৯ সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আব্দুল্লাহ, জেলা কারাগারের জেল সুপার মো. নুরশেদ, উপ-সহকারী পুলিশ সুপার (ডিএডি) মো. জাহিদুল ইসলাম, সার্জেন্ট মো. সেলিম, উপ-পরিদর্শক (এসআই) মো. দেলোয়ার হোসেন ও মো. নুর আহমদ প্রমুখ।

র‍্যাব-৯ সুনামগঞ্জের অধিনায়ক লে. কমান্ডার মো. ফয়সল আহমদ বলেন, মুজিববর্ষ উপলক্ষে র‍্যাব বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে।

তিনি আরও বলেন, পরিবেশ দূষণের ফলে নির্মল বাতাস থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ। বৃক্ষ আমাদের অক্সিজেন দেয়া, ছায়া দেয়ার পাশাপাশি অর্থনৈতিকভাবে সাবলম্বী করতেও সহায়তা করে। এজন্য সবাইকে গাছ লাগানোর আহ্বান জানান তিনি।

আইনিউজ/বিএম

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়