Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৪ আগস্ট ২০২৫,   ভাদ্র ৯ ১৪৩২

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৩৯, ৩১ জানুয়ারি ২০২১

সুনামগঞ্জে পৌঁছেছে করোনা ভ্যাকসিনের ৮৪ হাজার ডোজ

সংগৃহীত

সংগৃহীত

দেশের বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে করোনাভাইরাস প্রতিরোধী ভ্যাকসিন। সুনামগঞ্জে রোববার (৩১ জানুয়ারি) সকালে পৌঁছেছে ৮৪ হাজার ডোজ ভ্যাকসিন।

আজ ভোর ৬ টায় পুলিশি নিরাপত্তায় ফ্রিজার ভ্যানে সাতটি কার্টুনে করে এইসব ভ্যাকসিন পৌঁছে দিয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

জেলা ইপিআই ভবনে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রতিনিধি আমিনুর রহমানের কাছ থেকে করোনার ভ্যাকসিন গ্রহণ করেন সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. শামস উদ্দিন।

ভ্যাকসিন হস্তান্তরের পর সেগুলো সুনামগঞ্জ শহরের হাছননগরের জেলা ইপিআই ভবনের একটি বিশেষায়িত ফ্রিজার কক্ষে সংরক্ষণ করা হয়।

সরকারি নির্দেশনা মোতাবেক সাত ফেব্রুয়ারি থেকে নির্ধারিত কেন্দ্রে ভ্যাকসিন দেওয়ার কার্যক্রম শুরু হবে। সে লক্ষ্যে সুনামগঞ্জে ভ্যাকসিন প্রদানকারীদের প্রশিক্ষণ চলছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ