Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৪ আগস্ট ২০২৫,   ভাদ্র ৯ ১৪৩২

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১১:৩৪, ২ ফেব্রুয়ারি ২০২১

সুনামগঞ্জে অবৈধ বালু কাটার দৃশ্য ধারণ করায় সাংবাদিককে মারধর

সংগৃহীত

সংগৃহীত

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদী আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে বেশ জনপ্রিয়। কিন্তু স্থানীয় কিছু ভূমিখেকো চক্র সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে প্রতিনিয়ত অবৈধভাবে যাদুকাটা নদীর পাড় কেটে বিপুল পরিমাণ বালু ও পাথর উত্তোলন করে নিয়ে যায়। অবৈধভাবে বালু কাটার দৃশ্য ধারণ করতে গেলে স্থানীয় এক সাংবাদিককে গাছের সাথে বেঁধে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করেছে একটি প্রভাবশালী চক্র।

সোমবার (১ ফেব্রুয়ারি) সুনামগঞ্জের তাহিরপুর ঘাগটিয়া চকবাজার এলাকায় এই ঘটনাটি ঘটে।

এসময় সাংবাদিককে গাছের সাথে বেঁধে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করা হয়। মারধরের পর  তাকে গাছের সঙ্গে বেঁধে রাখে। হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাশমির রেজা নিজের ফেসবুক আইডি থেকে সাংবাদিককে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে জেলার সাংবাদিকদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করে।

এই ঘটনায় যে বা যারা জড়িত তাদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তি প্রদানের জন্য পুলিশ প্রশাসনের নিকট জোর দাবী জানান।

স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, তাহিরপুরের জাদুকাটা নদীতে অবৈধভাবে পাড় কেটে বালু-পাথর উত্তোলন করছিল স্থানীয় একটি প্রভাবশালী ভূমিখেকো চক্র। এমন সংবাদ পেয়ে সোমবার (১ ফেব্রুয়ারী) সকালে দৈনিক সংবাদ ও দৈনিক শুভ প্রতিদিনের তাহিরপুর উপজেলা প্রতিনিধি কামাল হোসেন পাড় কেটে বালু-পাথর উত্তোলনের ছবি তুলতে যান।

ছবি তুলতে দেখে পাথর কাটার সঙ্গে জড়িত ভূমিখেকোরা তাকে আটক করে ক্যামেরা ছিনিয়ে নিয়ে যায় এবং বেধড়ক মারপিট শুরু করেন এবং পরবর্তীতে ঘাগটিয়া চকবাজারে নিয়ে তাকে গাছের সঙ্গে বেঁধে শরীরের পোশাক ছিঁড়ে ফেলে লাঠিসোটা দিয়ে ঐ সাংবাদিকের শরীরের বিভিন্ন অংশে আঘাত করতে থাকে। এক পর্যায়ে তাকে পিটিয়ে অজ্ঞান করে ফেলে দেয়।

ফেসবুকে ভাইরাল হওয়া ১ মিনিট ৩৯ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, মারধরের পর সাংবাদিক কামাল হোসেনকে গাছের সঙ্গে হাত পা বেঁধে রেখে নির্যাতন করা হচ্ছে। তার মুখমন্ডল ও শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন। চারপাশ ঘিরে রেখেছে হামলাকারীরা। একপর্যায়ে তার বাঁধন খুলে দেয়া হয়। পরে স্থানীয় বাসিন্দা জিয়ারুল হক ওই সাংবাদিককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।

স্থানীয়রা জানিয়েছেন, হামলাকারীরা জাদুকাটা নদীতে অবৈধভাবে পাড় কেটে বালু-পাথর উত্তোলনের সঙ্গে জড়িত। তাদের অভিযোগ, চক্রটির কারণে জাদুকাটা নদী ধ্বংস হয়ে যাচ্ছে।

হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাশমির রেজা জানান, ‘এক সাংবাদিক জাদুকাটা নদীতে অবৈধভাবে পাড় কেটে বালু-পাথর উত্তোলন করার ছবি তুলতে যান। তাকে ছবি তুলতে দেখে প্রকাশ্যে পাথরখেকোরা গাছের সঙ্গে বেঁধে মারধর করে। এই ঘটনার সাথে জড়িত সকলকে দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তি প্রদানের দাবী জানান তিনি।

এ ব্যাপারে তাহিরপুর থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা নেয়া হবে।

আইনিউজ/এইচএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ