Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৪ আগস্ট ২০২৫,   ভাদ্র ৯ ১৪৩২

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৪৩, ১ মার্চ ২০২১
আপডেট: ১৬:৪৫, ১ মার্চ ২০২১

সুনামগঞ্জে ধসে পড়ল নির্মাণাধীন সেতুর গার্ডার

ভেঙে পড়া কোন্দানালা সেতু

ভেঙে পড়া কোন্দানালা সেতু

সুনামগঞ্জ-জগন্নাথপুর সড়কে নির্মাণাধীন কোন্দানালা সেতুর পাঁচটি গার্ডার ধসে পড়েছে। রোববার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এই ঘটনাটি ঘটে।

কর্তৃপক্ষ জানিয়েছে, গার্ডার বসানোর সময় হাইড্রোলিক জ্যাক বিকল হয়ে সেতুটি ধসে গেছে। তবে স্থানীয়দের অভিযোগ নিম্মমানের কাজের কারণে সেতুটি ভেঙে পড়েছে।

ভেঙে পড়ার কারণ অনুসন্ধানে ঘটনাস্থলে সোমবার সকাল থেকেই অবস্থান করছেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীসহ সংশ্লিষ্টরা।

সড়ক ও জনপথ বিভাগ এবং প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পাগলা-জগন্নাথপুর-রাণীগঞ্জ সড়কে ৭টি সেতু নির্মাণ করা হচ্ছে। গতকাল রোববার জগন্নাথপুর উপজেলার কোন্দানালা সেতুর গার্ডার স্থাপন চলছিল। গার্ডারের উপরই সেতুর মূল অংশ পরবর্তীতে স্থাপন করার কথা ছিল। ৫০ মিটার দৈর্ঘ্যরে এই সেতুসহ প্রকল্পের ৭টি সেতু নির্মাণের কাজ বাস্তবায়ন করছে মেসার্স এমএ বিল্ডার্স। গতকাল গার্ডার বসানোর সময় সন্ধ্যায় হাইড্রোলিক জ্যাক বিকল হয়ে যায়। এ কারণে একে একে বসানো গার্ডারগুলো ভেঙে পড়ে।  

সওজ কর্তৃপক্ষ বলছে, হাইড্রোলিক জ্যাক বিকল হয়ে সেতুর গার্ডার ভেঙে পড়াটা অস্বাভাবিক কিছু নয়। এর আগেও এই সড়কের ছয়হারা সেতু ও সুনামগঞ্জ সিলেট সড়কের গোবিন্দগঞ্জে সুরমা নদীতে স্থাপিত সেতুর গার্ডার ভেঙে পড়েছিল।

সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী কাজী নজরুল ইসলাম বলেন, গার্ডার ধসের কারণে সেতুর মূল কাঠামোর কোনো ক্ষতি হবে না। ধসে যাওয়া গার্ডারগুলো ঠিকাদার তার নিজ খরচে অপসারণ করে নতুন করে করে গার্ডার বসিয়ে দিবেন।  

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ