Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৪ আগস্ট ২০২৫,   ভাদ্র ৯ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৪১, ১৮ মার্চ ২০২১

মামুনুল হক অনুসারীদের তাণ্ডব, পরিদর্শনে র‍্যাব মহাপরিচালক

বক্তব্য রাখছেন র‍্যাব পরিচালক

বক্তব্য রাখছেন র‍্যাব পরিচালক

মামুনুল হককে নিয়ে সমালোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করায় সুনামগঞ্জের শাল্লায় তার অনুসারীরা হামলা চালিয়ে সংখ্যালঘুদের ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট চালিয়েছে। এ ঘটনায় সমালোচনার ঝড় উঠেছে দেশজুড়ে। চলছে প্রতিবাদ। বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শনে করেছেন র‍্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ্ আল মামুন। 

ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পরিদর্শন শেষে র‍্যাবের মহাপরিচালক বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ। এখানে সবার সমান অধিকার রয়েছে। কেউ যদি সংখালঘুদের উপর নির্যাতন করে তা সহ্য করা হবে না। এ ঘটনায় জড়িতদের ছাড় দেয়া হবে না।

যারা দেশে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করছে তাঁদেরকে অতিদ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করারও আশ্বাস দেন তিনি।

বৃহস্পতিবার (১৮ মার্চ) সকালে তার নিজ উপজেলা শাল্লার হবিবপুর নয়াগাঁও মধ্যহাটিতে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

র‍্যাব মহাপরিচালক আরও বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এটি এক পক্ষ সহ্য করতে পারছে না। তাই দেশে সাম্প্রদায়িক অশান্তি সৃষ্টি করে দেশের ভাবমূর্তি নষ্ট করতে চাইছে। দেশের আইনশৃঙ্খলা বাহিনী যেভাবে দেশ থেকে জঙ্গিবাদ দমনে বলিষ্ট ভূমিকা রেখে বিশ্ব দরবারে দেশের সুনাম অর্জন করেছে সেভাবে অচিরেই সাম্প্রদায়িক সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দেয়া হবে। এর আগে সকাল ১১টায় ক্ষতিগ্রস্থ ঘর বাড়ি পরিদর্শন করেন তিনি।

উল্লেখ্য, মঙ্গলবার (১৬ মার্চ) মামুনুল হককে নিয়ে ঝুমন দাস আপন নামের এক যুবক ফেসবুকে একটি পোস্ট দেন। যেখানে মামুনুল হকের অনেক সমালোচনা করেন।

ঝুমন দাসের দেয়া পোস্টকে ধর্মীয় উস্কানি দেওয়ার অভিযোগ এনে ওই এলাকার হেফাজত নেতার অনুসারীরা রাতে বিক্ষোভ মিছিল করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাতেই অভিযুক্ত ঝুমন দাস আপন নামের ওই যুবককে আটক করে।

কিন্তু বুধবার সকালে মামুনুল হকের কয়েক হাজার অনুসারী দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোটা নিয়ে নোয়াগাও গ্রামে অতর্কিত হামলা চালায়। তবে বৃহস্পতিবার সকাল পর্যন্ত এই ঘটনায় কোনো মামলা বা আটক করা হয় নি।

আইনিউজ/শাহ শরীফ উদ্দিন

সংশ্লিষ্ট খবর

সুনামগঞ্জে ২০ হিন্দু বাড়িতে মামুনুল হকের অনুসারীদের হামলা

সুনামগঞ্জে ২০ হিন্দু বাড়িতে ভাঙচুর: যা বললেন মামুনুল হক

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ