Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০৩ জুলাই ২০২৫,   আষাঢ় ১৯ ১৪৩২

তাহিরপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৩৫, ১৪ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ১৮:২২, ১৪ সেপ্টেম্বর ২০২১

তাহিরপুরে ১০ টাকা কেজি ধরে চাল বিক্রি শুরু

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় খাদ্য বান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি ধরে চাল বিক্রির কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার বাদাঘাট ইউনিয়নের খাদ্য বান্ধব কর্মসূচির তালিকাভুক্ত উপকারভোগীদের মধ্যে চাল বিক্রয়ের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়। 

খাদ্য বান্ধব কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান কবির, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিএম মুশফিকুর রহমান, খাদ্য গুদাম কর্মকর্তা মফিজুর রহমান, উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ প্রমুখ।

বাদাঘাট ইউনিয়ন খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার জয়নাল আবেদীন বলেন, খাদ্য বান্ধব কর্মসূচির তালিকাভুক্ত ১ হাজার ১০৭ জন উপকার ভোগী রয়েছে। তাদের সবাইকে ১০ টাকা কেজি ধরে চাল দেয়া হচ্ছে। 

তাহিরপুর উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা মফিজুর রহমান জানান, তাহিরপুর উপজেলার ৭ টি ইউনিয়নে মোট ৭ হাজার ৫২ জন খাদ্য বান্ধব কর্মসূচির তালিকাভুক্ত রয়েছেন। তাদের সবাইকে ১০ টাকা কেজি ধরে চাল দেয়া হচ্ছে।

আইনিউজ/রাজন চন্দ/ এসডিপি 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়