Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৩ আগস্ট ২০২৫,   ভাদ্র ৮ ১৪৩২

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০০:১০, ২৯ ডিসেম্বর ২০২১

সুনামগঞ্জে দুই নাতির ছুরিকাঘাতে দাদির মৃত্যু

সুনামগঞ্জের ছাতক উপজেলায় পারিবারিক কলহের জেরে দুই নাতির ছুরিকাঘাতে তাছলিমা বেগম ( ৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। নিহত তাছলিমা বেগম উপজেলার নোয়ারাই ইউনিয়নের বারকাহন গ্রামের মৃত চান্দ আলীর স্ত্রী। 

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে দাদি তাছলিমা বেগমকে ঘর থেকে ডেকে নেয় তার নাতি হৃদয় হাসান (২০) ও মুন্না (১৮)। এ সময় তারা বৃদ্ধা তাছলিমা বেগমকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। হৃদয় হাসান ও মুন্না বুরহান উদ্দিনের ছেলে। এ ঘটনায় বুরহান উদ্দিনের স্ত্রী রানী বেগমকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন- সুনামগঞ্জে ইয়াবাসহ ভুয়া পুলিশ আটক

বিষয়টির সত্যতা নিশ্চিত করে ছাতক থানার ওসি (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহে খুন। তবে আসামিদের ধরতে চেষ্টা করা হচ্ছে এবং ঘটনাস্থল থেকে আসামিদের মাকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল হাসপাতালের মর্গে রয়েছে।

আইনিউজ ভিডিও 

ক্রিকেট ব্যাট হাতে মাঠে ডিসি-এসপি

ঐতিহ্যবাহি আদিবাসি সাঁওতাল নৃত্য

দু’সপ্তাহে সাতটি হাতির মৃত্যু, বাংলাদেশ থেকে বিলুপ্তির আশঙ্কা

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ