Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৩ আগস্ট ২০২৫,   ভাদ্র ৮ ১৪৩২

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২২:১১, ৩১ ডিসেম্বর ২০২১

‘খেলাঘরের মতো সংগঠনকে শক্তিশালী করা অত্যন্ত জরুরি’

পীর ফজলুর রহমান মিসবাহ

পীর ফজলুর রহমান মিসবাহ

সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বিরোধী দলীয় হুইপ পীর ফজলুর রহমান মিসবাহ বলেছেন, আমরা এখন এমন একটি সময় অতিক্রান্ত করছি আমাদের শিশু-কিশোরদের অন্ধকারের আলো হাতছানি দেয়, তাদেরকে মাদক হাতছানি দেয়। আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে থাকার কারণে সেই কমিটি বৈঠকগুলোতে আমরা অনেক বিষয় আমরা শুনি দেখি তথ্য আসে ভয়ঙ্কর ভয়ঙ্কর  মাদক আমাদের দেশে প্রবেশ করে এবং আমাদের এ তরুণ সমাজকে হাতছানি দিয়ে অন্ধকার জগতে নিয়ে ধ্বংসের দিকে ঠেলে দেয়।

তিনি বলেন, এ অন্ধকার থেকে আমাদের শিশু-কিশোরদের রক্ষা করার জন্য এদের হাতে ক্রিকেটের ব্যাট তুলে দিতে হবে ফুটবল তুলে দিতে হবে বই তুলে দিতে হবে, যাতে করে আমাদের শিশু-কিশোররা সুন্দর মানুষ হিসেবে গড়ে উঠতে পারে এবং এটি অবশ্যই  মুক্তিযুদ্ধের চেতনায় যে উদ্ভাসিত বাংলাদেশ সেই বাংলাদেশে চেতনায় তারা শানিত করে আগামী দিনের বাংলাদেশ তারা বিনির্মাণ করবেন। এজন্য আমাদের খেলাঘরের মতো সংগঠনকে শক্তিশালী করা অত্যন্ত জরুরি। খেলাঘর যদি বেশি শক্তিশালী হবে আমাদের শিশু-কিশোররা ততো দেশপ্রেমে শানিত হবে।

আরও পড়ুন- ‘স্বেচ্ছায় যারা ক্যান্টনমেন্টে থেকেছেন, তারা কখনও মুক্তিযোদ্ধা হতে পারে না’

শুক্রবার (৩১ ডিসেম্বর) সকালে শহরের শহীদ জগৎ জ্যোতি পাঠাগার মিলনায়তনে খেলাঘর সুনামগঞ্জ জেলা শাখার সাংগঠনিক কর্মশালায় প্রধান অতিথি'র বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুনামগঞ্জ জেলা খেলাঘরের সভাপতি বিজন সেন রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজু আহমেদের পরিচালনায় কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শিক্ষাবিদ ধূর্জটি কুমার বসু, ন্যাথানায়ের এইড উইন ফেয়ারক্রস, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ বর্মণ, কেন্দ্রীয় খেলাঘরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুনু আলী, সদস্য রেজাউল কবীর, সুনামগঞ্জ জেলা খেলাঘরের উপদেষ্টা নির্মল ভভট্টাচার্য, ভানু রঞ্জন চৌধুরী, সহ-সভাপতি কানিজ সুলতানা, সদস্য আনোয়ারুল হক প্রমুখ।

আরও পড়ুন- সুনামগঞ্জে দুই নাতির ছুরিকাঘাতে দাদির মৃত্যু

প্রধান অতিথির বক্তব্যে এমপি মিসবাহ আরও বলেন, আমরা যখন স্কুলে সুনামগঞ্জের দুইটি শিশু সংগঠন সক্রিয়ভাবে কাজ করতো যার একটি খেলাঘর ছিল। তখন আমরা একটি স্লোগান দিতাম এসো গড়ি খেলাঘর এসো গড়ি বাংলাদেশ, অর্থাৎ যে শিশুকিশোর নিয়ে আমাদের সংগঠন সেই খেলাঘর গড়া সেই গড়া মানে সেই শিশুকিশোরকে তৈরি করা যায়, সেই শিশু-কিশোরকে যদি সঠিকভাবে তৈরি করা যায় তাহলে আগামী দিনের বাংলাদেশকে তৈরি করা যায়। আমরা এখনও চাই তখনও চেয়েছিলাম ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যে মহান মুক্তিযুদ্ধের মধ্যে আমাদের এ বাংলাদেশ, আজকে আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করছি, আমরা সবসময় চেয়েছি আমাদের তরূণরা আমাদের শিশু-কিশোররা সেই মুক্তিযুদ্ধের চেতনায় শানিত হয়ে তাদের চেতনাকে শানিত করে তারা বেড়ে উঠবে এবং এই দেশকে মুক্তিযুদ্ধের চেতনায় প্রতিষ্ঠিত করবে।

আইনিউজ/এম.আর/এসডিপি 

আইনিউজ ভিডিও

ওমিক্রন এক চেনা উদ্বেগ, করোনাভাইরাসের `ভয়াবহ` ভ্যারিয়েন্ট

ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়

হাইল হাওরের বাইক্কাবিলে পর্যটক আর পদ্মটুনার ভিডিও ভাইরাল

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ