Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৩ আগস্ট ২০২৫,   ভাদ্র ৮ ১৪৩২

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৬:১০, ৩ জানুয়ারি ২০২২
আপডেট: ১৬:১০, ৩ জানুয়ারি ২০২২

দোয়ারায় দোকানের বকেয়া টাকা চাওয়ায় ব্যবসায়ীর উপর হামলা, গ্রেফতার ৩

সুনামগঞ্জের দোয়ারাবাজারে দোকানের বকেয়া টাকা চাওয়ায় ব্যবসায়ীর উপর হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪ জন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। হামলার ঘটনায় পুলিশ ৩ জনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে।

রোববার বিকালে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- লক্ষ্মীপুর গ্রামের মৃত আব্দুল মনাফ ওরফে মধুর ছেলে জয়নাল আবেদীন ওরফে গেদা মিয়া (৫৫), তার ছেলে আমির উদ্দিন (৩০), নাজিম উদ্দিন (২৪)।

আরও পড়ুন- পিছিয়ে পড়া শিশু-কিশোরদের পাশে দানশীলদের দাঁড়ানোর আহবান

স্থানীয় ও পুলিশ জানায়, গত ৩০ ডিসেম্বর বিকালে উপজেলা লক্ষ্মীপুর ইউনিয়নের পশ্চিম বাংলাবাজারে ব্যবসায়ী মোহাম্মদ আলী লক্ষীপুর গ্রামের জসিম উদ্দিনের কাছে দোকানের বকেয়া পাওনা ২ হাজার ৫০০ টাকা চান।জসিম উদ্দিন টাকা দিতে অস্বীকার করেন একপর্যায়ে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। এ নিয়ে জসিম উদ্দিন তার দলবল নিয়ে দেশীয় অস্ত্র নিয়ে মোহাম্মদ আলী, সালেক মিয়া, ফয়সাল মিয়া ও নওশাদ মিয়ার উপর হামলা করেন। হামলায় মোহাম্মদ আলী ও সালেক মিয়াসহ ৪ জন গুরুতর আহত হন। 

স্থানীয়রা আহতদের উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে মোহাম্মদ আলী ও সালেক মিয়া আশঙ্কাজনক অবস্থায় আছেন।

আরও পড়ুন- সুনামগঞ্জে হাসন রাজার জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা

এ ঘটনায় রোববার (২ জানুয়ারি) দুপুরে মোহাম্মদ আলীর চাচা ওমর আলী বাদী হয়ে ৬  জনকে আসামি করে দোয়ারাবাজার থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। সোমবার দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করেন।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর সত্যতা নিশ্চিত করে জানান, এঘটনায় তিনজনকে গ্রেফতার করে সোমবার  আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।

আইনিউজ/এম.আর/এসডিপি

আইনিউজ ভিডিও

মৌলভীবাজারে সাতদিনব্যাপী নাট্য উৎসব

ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়

হাইল হাওরের বাইক্কাবিলে পর্যটক আর পদ্মটুনার ভিডিও ভাইরাল

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ