Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৩ আগস্ট ২০২৫,   ভাদ্র ৮ ১৪৩২

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২১:০৫, ২ জানুয়ারি ২০২২

সুনামগঞ্জে হাসন রাজার জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা

মরমী কবি দেওয়ান হাসন রাজার ১৬৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২ জানুয়ারি) জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে হাসন রাজা ট্রাস্টের আয়োজনে ও জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

আরও পড়ুন- দেশের শ্রেষ্ঠ সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম

প্রতিযোগিতায় হাসন রাজা ট্রাস্টের সভাপতি দেওয়ান ইমদাদ রেজা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো জয়নাল আবেদীন।

পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন, হাসন রাজা ট্রাস্টের সাধারণ সম্পাদক দেওয়ান সাজাউর রাজা চৌধুরী সুমন, সরকারি এস সি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজ মাশহুদ চৌধুরী, দৈনিক সুনামগঞ্জের খবরের সম্পাদক পঙ্কজ দে, জেলা শিল্পকলা একাডেমি সহসম্পাদক দেবদাস চৌধুরী রঞ্জন, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব অলক ঘোষ চৌধুরী,  অঞ্জন চৌধুরী,  সংগীত শিল্পী রূপশ্রী রায়, সোমা সাহা, মো. সোহেল রানা ও অ্যাডভোকেট মাহবুবুল হক শাহীন, হাসন রাজার জন্মবার্ষিকী উদযাপন কমিটির আহবায়ক দেওয়ান গিয়াস চৌধুরী সহ অন্যান্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব। 

আরও পড়ুন- শ্রীমঙ্গলে বইছে মৃদু শৈত্যপ্রবাহ

প্রতিযোগিতায় হাসন রাজার গান, গানের সাথে নৃত্য ও হাসন রাজার  সৃষ্টিকর্ম নিয়ে চিত্রাঙ্কন বিষয়ে সুনামগঞ্জের বিভিন্ন প্রতিষ্ঠানসহ দুইশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। 

হাসন রাজা ট্রাস্টের সভাপতি দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী বলেন, আমরা প্রত্যেক বছর এই প্রতিযোগিতার মাধ্যমে চেষ্টা করি নতুন প্রজন্মর সামনে হাছনরাজার সৃষ্টিকর্ম তুলে ধরতে। এই প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা শুদ্ধভাবে হাছনরাজার গান গাওয়ার চেষ্টা করে। ট্রাস্ট প্রতিবছর আয়োজন করছে সামনেও পরিবারের নিজস্ব অর্থায়নে আরো আয়োজন করবে। তবে সরকার ও প্রশাসনের কাছে দাবী জানান, হাছনরাজার সৃষ্টিকর্মকে বিশ্ববাসীর কাছে তুলে ধরতে একাডেমির বিকল্প নেই।

আইনিউজ/এম.আর/এসডিপি

আইনিউজ ভিডিও

মৌলভীবাজারে বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে ছাত্রছাত্রীদের উচ্ছ্বাস

মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় ও আলী আমজাদের এসএসসি পরীক্ষার ফলাফল 

`আমি GPA 5 পেয়েছি` এর সঠিক ইংরেজি কী 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ