Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ১১ মে ২০২৫,   বৈশাখ ২৮ ১৪৩২

রাজন চন্দ, তাহিরপুর

প্রকাশিত: ১৮:৪১, ৯ ফেব্রুয়ারি ২০২২

তাহিরপুরে মন্দিরে হামলা-ভাংচুরের ঘটনায় আটক ৫

ঘটনাস্থল পরিদর্শনে উপজেলা চেয়ারম্যান।

ঘটনাস্থল পরিদর্শনে উপজেলা চেয়ারম্যান।

তাহিরপুরে টুকেরগাঁও গ্রামে হামলা ও মন্দিরের প্রতিমা ভাংচুরের ঘটনায় মোট ৫ জনকে আটক করেছে তাহিরপুর থানা পু্লিশ।

আটকৃতরা হলেন, তাহিরপুর উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের ৯ং ওয়ার্ডের পরাজিত ইউপি সদস্য প্রার্থী আলাউদ্দিন, তার ছোট ভাই জয়নাল উদ্দিন, একই গ্রামের নুর মিয়া, চান মিয়া ও সাকিল হাসান।

আজ বুধবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ও বিকেলে অভিযান চালিয়ে টুকেরগাওঁ গ্রাম থেকে তাদের ৫ জনকে আটক করা হয়েছে।  

এদিকে টুকেরগাঁও গ্রামে মন্দিরে হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়ে আজ বুধবার বিকেলে  সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল। এ সময় উপস্থিত ছিলেন তাহিরপুর -জামালগঞ্জ এসপি সার্কেল সাহিদুর রহমান, থানার ওসি আবদুল লতিফ তরফদার, উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ। 

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুল লতিফ তরফদার, ৫ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, হামলার ঘটনায়  জড়িতদের বিরুদ্ধে মামলা নেয়া হয়েছে। এ ঘটনায় জড়িত বাকিদেরকে আটক করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। 

উল্লেখ্য হামলার ঘটনায় টুকেরগাঁও গ্রামের গোপাল বর্মন বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে তাহিরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

আইনিউজ/রাজন চন্দ/এসডি

আইনিউজ ভিডিও

এক হাটে বাজার করবে বাংলাদেশ ও ভারতের মানুষ

মাসজুড়ে জমজমাট ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২২

ইউএনও সাবরিনার তৎপরতায় অগ্নিকাণ্ড থেকে বাঁচলো বাড়িটি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়