Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৩ আগস্ট ২০২৫,   ভাদ্র ৭ ১৪৩২

তাহিরপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৩৫, ২২ ফেব্রুয়ারি ২০২২
আপডেট: ১৫:৩৬, ২২ ফেব্রুয়ারি ২০২২

সাংবাদিকদের উপর হামলা : নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধন

তাহিরপুরে দুই সাংবাদিকের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ২ টায় তাহিরপুর উপজেলা প্রেসক্লাব ও নাগরিক সমাজের আয়োজনে সদর পশ্চিম বাজার শহীদ মিনার সংলগ্ন এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

তাহিরপুর উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি কামাল হোসেন রাফির সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলম সাব্বির, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাঘা, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভুইয়া, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আবু জাহান তালুকদার, আহমেদ কবির, শামসুল আলম আখঞ্জী, দপ্তর সম্পাদক রুকন তালুকদার, প্রেসক্লাবের আইন বিষয়ক সম্পাদক আব্দুল আলিম, সাংবাদিক আবুল কাশেম, রাজন চন্দ প্রমুখ । প্রায় ঘন্টাব্যাপী চলা এ মানববন্ধনে বিভিন্ন সুশীল সমাজ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।   

আরও পড়ুন- লাশের উপর দিয়েই গেলো ইউএনও’র গাড়ি!

মানববন্ধনে বক্তারা বলেন, তাহিরপুর উপজেলার প্রবীণ সাংবাদিক ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ এর উপর পরিকল্পিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে উপজেলা যুবলীগ নেতা হাফিজ উদ্দিন ও তার ভাতিজা আবুল বাশারসহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। 

আইনিউজ/রাজন চন্দ/এসডিপি

আইনিউজ ভিডিও 

মানসিক চাপ কমাবেন যেভাবে

বয়স পঞ্চাশের আগেই বাড়ে হার্ট অ্যাটাকের সম্ভাবনা

খালি পেটে ঘুমালে যেসব ক্ষতি হয়

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ