মো. আজিজার রহমান, দিনাজপুর
খানসামায় বয়স্ক ভাতার টাকা মোবাইল থেকে উধাও
দিনাজপুরের খানসামা উপজেলা সমাজসেবা অধিদপ্তর হতে যে সমস্ত লোক বয়স্ক ভাতা পেয়ে আসছেন তাদের মধ্যে কিছু লোকের মাসে ৫শ টাকা হারে গত তিন মাসের ১৫শ টাকা করে প্রায় ২০/২৫ জন লোকের বয়স্ক ভাতার টাকা মোবাইল থেকে উধাও হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
ভুক্তভোগীরা হলেন, উপজেলার ২ নং ভেড়ভেড়ী ইউপির টংগুয়া গ্রামের মৃতঃ মফিজ উদ্দিনের পুত্র দেলোয়ার হোসেন, মৃতঃ সুরেন্দ্র নাথ এর পুত্র যতীন্দ্র নাথ রায়, মৃতঃ ঝুমুর আলীর পুত্র তসলিম উদ্দিন,মৃতঃ তরণী কান্তর পুত্র অতুল চন্দ্র রায়, মৃতঃ মফিজ উদ্দিনের স্ত্রী মোছা. রহিমা বেওয়া, খামারবিষ্ণুগঞ্জ গ্রামের মৃতঃ দলিল উদ্দিনের পুত্র তোফাজ্জল হোসেন, মৃতঃ আব্দুল বাকির স্ত্রী মোছা. হাসিনা বেওয়া এছাড়াও আরোও অনেকেই বয়স্ক ভাতার টাকা মোবাইল থেকে উধাও হয়ে গেছে বলে জানা যায়।
জানা যায়, একটি চক্র সম্প্রতি ভুক্তভোগীদের ফোন করে ধোকাঁ দিয়ে বোকা বানিয়ে তাদের মোবাইলের পিন কোড চুরি করে ওই ঘটনাটি ঘটিয়েছে। বয়স্করা গত তিন মাসের ১৫শ' টাকা না পাওয়ায় অভাব ও কষ্টে দীর্ঘশ্বাস ফেলছেন।
এ বিষয়ে উপজেলা সমাজসেবা অফিসার মো. মাসুদ রানা বলেন, বিষয়টা আমি শুনেছি হ্যাকাররা নানান রকমভাবে বয়স্ক মানুষদেরকে বুঝিয়ে তাদের নগদ একাউন্টের ওটিপি অথবা পিন দিয়ে নতুনভাবে পাসওয়ার্ড সংযোজন করে টাকাগুলো হ্যাকাররা হাতিয়ে নিয়েছে। আমরা জনসচেতনতার জন্য উপজেলা জুড়ে মাইকিং করেছি। আমার মনে হয়, এই বিষয়ে মোবাইল ব্যাংকিং এর সাথে যারা জড়িত তাদের সচেতনতা ও নজরদারি বৃদ্ধি করা।
আই নিউজ/এইচএ
ভিডিও : জলময়ূর পাখির সাথে একদিনের দারুণ গল্প | A story with Water Peacock
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024