আইনিউজ ডেস্ক
আপডেট: ২০:২৩, ৬ আগস্ট ২০২২
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি: সিলেট-সুনামগঞ্জ রুটে ভাড়া বেড়ে ১৪০ টাকা

ফাইল ছবি
সারাদেশে বেড়েছে জ্বালানি তেলের দাম। ৫ আগস্ট মধ্যরাত থেকে পেট্রোল, ডিজেল, অকটেনের নতুন দাম কার্যকর হয়েছে। এমন অবস্থায় বাড়ছে পরিবহন ভাড়া। এরই প্রেক্ষিতে সুনামগঞ্জের অভ্যন্তরীণ ও দূরপাল্লার সবকটি রুটে বাসাভাড়া বেড়েছে। সিলেট থেকে সুনামগঞ্জ বাসভাড়া এবার বেড়ে হয়েছে ১৪০ টাকা।
শনিবার (৬ আগস্ট) সকাল থেকে সিলেট-সুনামগঞ্জ রুটে এই নতুন ভাড়ায় যেতে হচ্ছে যাত্রীদের। এছাড়া অর্ধেকের নিচে নেমে এসেছে চলাচলরত বাসের সংখ্যা।
এ বিষয়ে সিলেট জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউল কবির পলাশ জানান, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর সিলেট-সুনামগঞ্জ রুটে ভাড়া ২০ টাকা বাড়ানো হয়েছে। সিলেট-সুনামগঞ্জ রুটে বাসভাড়া আগে ছিল ১২০ টাকা। এখন ১৪০ টাকা করে দিতে হবে যাত্রীদের।
এছাড়া সিলেট থেকে দিরাই রুটে ১৪০ টাকার ভাড়ায় এখন বাড়তি ২০ টাকা যোগ করে ১৬০ টাকা গুনতে হচ্ছে।
তিনি বলেন, ‘জ্বালানি তেলের মূল্য অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। বাধ্য হয়ে বাসভাড়া বাড়াতে হচ্ছে। তবে আপাতত সিলেট-সুনামগঞ্জ রুটে বাসভাড়া বেড়েছে। সিলেট থেকে হবিগঞ্জ রুটে আজ আগের ভাড়াতেই বাস চলছে। তবে এ রুটেও ভাড়া বাড়বে।’
এদিকে দূরপাল্লার বাসগুলোর ভাড়া কেন্দ্রীয় সিদ্ধান্তে বাড়বে জানিয়ে তিনি বলেন, বিকেলে ঢাকাস্থ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অফিসে পরিবহন মালিকদের একটি বৈঠক রয়েছে। বৈঠক শেষে দূরপাল্লার বাসের ভাড়া সমন্বয়ের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।
সূত্রঃ সিলেটটুডে২৪
আইনিউজ/এসডি
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’
- করোনা জয় করে সুস্থ হয়েছেন মৌলভীবাজারের ৩ চিকিৎসক
- রেড জোনে মৌলভীবাজার ও হবিগঞ্জের যেসব এলাকা
- করোনা আক্রান্ত ডাক্তার দম্পতি, দেখতে পারেননি মৃত বাবাকেও
- মৌলভীবাজারে ৫৬ করোনা রোগী, হটস্পট শহরেই ২৭ জন
- মৌলভীবাজারের কোন এলাকা কোন জোনে