কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রধানমন্ত্রীর নেতৃত্বে কৃষি খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে: এমপি নাদেল
ছবি- সংগৃহীত
শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের কৃষি খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে জানিয়ে বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, বাংলাদেশের সম্ভাবনাময় খাত হলো কৃষিখাত।
সোমবার ( ১০ জুন) সকাল ১১ টায় মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা কৃষি অফিসের উদ্যোগে আয়োজিত ৩দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন শেষে কৃষি অফিসের হলরুমে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসন কথা বলেন তিনি।
এসময় তিনি বলেন, কৃষিকাজে আধুনিক প্রযুক্তির ব্যবহারে খাদ্য উৎপাদন বৃদ্ধি পেয়েছে বহুগুণে। কৃষিক্ষেত্রে পানি সরবরাহ ব্যবস্থাপনা ও খাদ্য উৎপাদন বৃদ্ধিতে আরো কিছু প্রচলিত পদ্ধতি ব্যবহার করলে এ খাতে আরও উন্নয়ন সম্ভব।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট হচ্ছে প্রযুক্তিনির্ভর কৃষি। কৃষিতে জাতির পিতা বঙ্গবন্ধুর দর্শন ও ভাবনা বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রয়োজনের নিরিখে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, গবেষণাগার তৈরি, গবেষণার কাজে বর্ধিত অর্থ বরাদ্দ দিয়ে যাচ্ছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা জসিম উদ্দিনের নেতৃত্বে এ উপলক্ষ্যে এ বর্নাঢ্য র্যালী কুলাউড়া প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মেলায় কৃষি বিষয়ক ১৩ টি স্টল অংশ নেয়। এসময় আরো উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী মাহমুদ, ভুকশিমইল ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান মনির, সাংবাদিক খালেদ পারভেজ বক্স, আজিজুল ইসলাম, মইনুল হক পবন, কল্যাণ প্রসুন চন্দ, আব্দুল কুদ্দুস, মহি উদ্দিন রিপনসহ ইউনিয়ন পর্যায়ে কৃষির সাথে জড়িত ব্যক্তিবর্গ।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’