নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
আপডেট: ১১:২৯, ৭ মে ২০২৪
বুধবার মৌলভীবাজারের ৩ উপজেলায় বন্ধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠান
ফাইল ছবি
ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ শুরু হবে আগামীকাল ৮ মে (বুধবার)। এ উপলক্ষে আগামী বুধবার সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। পাশাপাশি যেসব উপজেলায় আগামীকাল নির্বাচন অনুষ্ঠিত হবে সেসব এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। মৌলভীবাজারে জুড়ী, বড়লেখা, কুলাউড়া উপজেলায় আগামীকাল নির্বাচন, ফলে এ তিন উপজেলায় বুধবার বন্ধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠান।
সোমবার (৬ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. কামরুজ্জামান স্বাক্ষরিত প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়েছে, অ্যালোকেশন অব বিজনেস অ্যামং দি ডিফারেন্ট মিনিস্ট্রিজ অ্যান্ড ডিভিশন্স-এর জনপ্রশাসন মন্ত্রণালয়ের অংশে ৩৭ নম্বর ক্রমিকের অনুবলে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের চাহিদা মোতাবেক ১৪১টি উপজেলা পরিষদের সাধারণ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের দিন অর্থাৎ ৮ মে সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হলো।
এবার ৮ মে থেকে ৫ জুন পর্যন্ত চার ধাপে দেশের উপজেলাগুলোয় নির্বাচন করছে ইসি। পরবর্তী ধাপের ভোটেও সাধারণ ছুটি থাকবে।
বুধবার প্রথম ধাপে যে সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার দিরাই ও শাল্লা, সিলেট জেলার সদর, বিশ্বনাথ, গোলাপগঞ্জ ও দক্ষিণ সুরমা, মৌলভীবাজার জেলার জুড়ি, কুলাউড়া ও বড়লেখা, হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ ও বানিাচংয়ে উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’