মো. কাওছার ইকবাল, শ্রীমঙ্গল
মনোনয়ন নিয়ে ফিরে নিজ এলাকায় অভিনন্দিত হলেন উপাধ্যক্ষ আব্দুস শহীদ
মনোয়ন পাওয়ার পর এলাকায় এলে এভাবেই প্রিয় নেতাকে স্বাগত জানান সবাই। ছবি- আই নিউজ
নিজ নির্বাচনী এলাকায় জনাকীর্ণ পরিবেশে নেতাকর্মীদের আনন্দ উল্লাসে অভিনন্দিত হলেন উপাধ্যক্ষ ড. মো.আব্দুস শহীদ এমপি।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাবেক চিফ হুইপ, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো.আব্দুস শহীদ এমপি শ্রীমঙ্গল-কমলগঞ্জ(মৌলভীবাজার-৪) নির্বাচনী এলাকায় বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হওয়ায় শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন এবং সর্বস্থরের জনসাধারণের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।
অভিনন্দন ও সংবর্ধনার জবাবে উপাধ্যক্ষ ড. মো.আব্দুস শহীদ এমপি, বার বার মনোনয়ন দেয়ায় আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি এবং বার বার নির্বাচিত করায় এলাকার জনসাধারণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়াও উন্নয়নের ধারাবাহিকতা রাখতে নৌকাকে জয়যুক্ত করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকাল ৪ ঘটিকায় এ উপলক্ষে শ্রীমঙ্গল চৌমুহনা চত্বরে আয়োজিত পথসভাটি জনাকীর্ণ সংবর্ধনা সভায় পরিনত হয়। শুভেচ্ছা বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব বেভুল।
এর আগে বিকাল ৩.৩০ মিনিটে উপজেলার প্রবেশদ্বার মুচাই এলাকায় মোটরসাইকেল ও গাড়ী নিয়ে কয়েশত নেতাকর্মীরা উপাধ্যক্ষ ড. মো.আব্দুস শহীদ এমপিকে বরণ করে নেন এবং শোভাযাত্রা সহকারে শহরে নিয়ে আসেন। এসময় তিনি রাস্তার দু'পাশে দাড়িয়ে থাকা সাধারণ মানুষের অভিবাদন গ্রহণ করেন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এবার নিয়ে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসন থেকে ৭ম বারের মতো মনোনয়ন পেলেন সাবেক চিফ হুইপ, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো.আব্দুস শহীদ। তিনি শ্রীমঙ্গল-কমলগঞ্জ নির্বাচনী এলাকার বর্তমান ও টানা ছয়বারের সংসদ সদস্য এবং জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি।
বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো.আব্দুস শহীদ এর আগে তিনি সপ্তম জাতীয় সংসদে সরকার দলীয় হুইপ, অষ্টম সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ ও নবম জাতীয় সংসদে সরকার দলীয় চিফ হুইপের দায়িত্ব পালন করেন। এবার নিয়ে ৭ম বারের মতো তিনি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় তাঁর নির্বাচনী এলাকার নেতাকর্মী ও সাধারণ সমর্থকরা আনন্দে উল্লাসে মেতে উঠেন।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’