নিজস্ব প্রতিবেদক
বিয়ের অনুষ্ঠানে আসা হাতি খাদে, ফায়ার সার্ভিসের উদ্ধার
ছবি: সংগৃহীত
সিলেটে একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে আসা একটি হাতি দুর্ঘটনার শিকার হয়ে খাদে পড়ে আহত হয়েছে। পরে ফায়ার সার্ভিসের অভিযানে হাতিটিকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হাতিটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
রোববার দুপুরে ফায়ার সার্ভিসের সিলেট আলমপুর স্টেশনের একটি উদ্ধারকারী দল দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার একটি খাদ থেকে হাতিটিকে উদ্ধার করে। এর আগে শনিবার রাতের কোনো এক সময় হাতিটি খাদে পড়ে যায়।
বন বিভাগ ও স্থানীয় সূত্র জানায়, ব্যক্তি মালিকানাধীন হাতিটিকে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা থেকে ভাড়ায় সিলেটে আনা হয়েছিল। একটি বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য শনিবার রাতে হাতিটিকে সিলেটে পাঠানো হয়। স্থানীয়দের দাবি, রাত আনুমানিক ১২টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রেনের ধাক্কায় হাতিটি খাদে পড়ে যায়। তবে ট্রেনের সঙ্গে হাতির সংঘর্ষের বিষয়ে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেনি রেলওয়ে কর্তৃপক্ষ।
রোববার সকালে স্থানীয়রা খাদে হাতিটিকে পড়ে থাকতে দেখে ফায়ার সার্ভিস, পুলিশ ও বন বিভাগকে খবর দেয়। পরে বিকেল ৩টার দিকে ফায়ার সার্ভিস, বন বিভাগ ও পুলিশের যৌথ অভিযানে হাতিটিকে খাদ থেকে উদ্ধার করা হয়।
দুর্ঘটনায় হাতিটির পেছনের দুই পা গুরুতরভাবে আহত হয়েছে। দীর্ঘ সময় কাদাযুক্ত পানিতে পড়ে থাকার কারণে হাতিটি অত্যন্ত নিস্তেজ হয়ে পড়ে। উদ্ধার শেষে ঘটনাস্থলেই হাতিটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
চিকিৎসা কার্যক্রমে যুক্ত সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. সুলতান আহমদ বলেন, “খাদ থেকে তোলার সময় হাতিটি একেবারেই নিস্তেজ ছিল। প্রাথমিক চিকিৎসা ও স্যালাইন দেওয়ার পর এখন কিছুটা নড়াচড়া করছে। তবে আঘাতের কারণে পেছনের দুই পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পুরোপুরি সুস্থ হতে আরও সময় লাগবে।”
তিনি আরও জানান, “আঘাতের ধরন এবং স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী ধারণা করা হচ্ছে, ট্রেনের ধাক্কাতেই হাতিটি খাদে পড়ে যায়।”
এ বিষয়ে সিলেট রেল স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম বলেন, “হাতিটি ট্রেনের ধাক্কায় খাদে পড়েছে এমন কোনো নিশ্চিত আলামত আমরা পাইনি। ওই এলাকায় পাশাপাশি সড়ক ও রেললাইন রয়েছে।”
সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রহমান জানান, উদ্ধার শেষে হাতিটিকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ও প্রাণিসম্পদ অধিদপ্তরের সহযোগিতায় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে হাতিটিকে মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি বলেন, হাতিটির মালিক মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বাসিন্দা কামরুল ইসলাম। একটি বিয়ের অনুষ্ঠানের জন্য তিনি শনিবার রাতে হাতিটিকে ভাড়ায় সিলেটে পাঠিয়েছিলেন।
ইএন/এসএইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























