Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০৩ জুলাই ২০২৫,   আষাঢ় ১৯ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১২:৪৫, ১৩ মে ২০২০
আপডেট: ১২:৪৭, ১৩ মে ২০২০

মুশফিকের ডাবল সেঞ্চুরী করা ব্যাটের দাম ছাড়াল ৫০ লাখ

করোনাভাইরাসে কারণে অনেক অসহায় মানুষ কষ্টে দিন কাটাচ্ছেন। তাদের সাহায্যের জন্য দেশের ক্রিকেট অঙ্গনের তারকারা নিজেদের ব্যাট, জার্সি, গ্লাভস নিলামে তুলছেন।

দেশের টেস্ট ইতিহাসে প্রথম ডাবল সেঞ্চুরি হাঁকানো মুশফিকুর রহিমের সেই ব্যাটটি বর্তমানে নিলামে তুলা হয়েছে।

১৪ মে পর্যন্ত চলবে সেই নিলাম।কিন্তু এরই মধ্যে ব্যাটটির মূল্য ছাড়িয়েছে ৫০ লাখ। অনলাইনে মুশফিকের ব্যাটটি নিলামে তুলেছে নিবকো স্পোর্টস ম্যানেজমেন্টের সহযোগী প্রতিষ্ঠান স্পোর্টস ফর লাইভ। তাদের অনলাইন প্ল্যাটফর্ম পিকাবোয় তোলা ওই নিলামে বুধবার বেলা ১১টায় দেখা যায় ব্যাটটির দাম উঠেছে ৫০ লাখ ১৯ হাজার ৪ টাকা! বিডের সংখ্যা ৬৫টি।

ব্যাটটির ভিত্তিমূল্য ছিল ৬ লাখ। ব্যাটটি বিক্রি করার সম্পূর্ণ অর্থ দেওয়া হবে করোনাভাইরাসের কারণে সংকটে পড়া অসহায়দের ।

২০১৩ সালে গলে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে মুশফিক  খেলেছিলেন ঠিক ২০০ রানের ইনিংস, যা ছিল দেশের ইতিহাসে টেস্টে প্রথম কোনো ব্যাটসম্যানের ডাবল সেঞ্চুরি ।

বাংলাদেশের টেস্ট ইতিহাসের এখন পর্যন্ত পাঁচটি ডাবল সেঞ্চুরির তিনটিই মুশফিকের দখলে! তার অপর দুটি ডাবল জিম্বাবুয়ের বিপক্ষে।

মশফিক বলেছেন, নিলামে প্রথম ডাবল সেঞ্চুরি হাঁকানো ব্যাটে ভালো সাড়া পেলে সংগ্রহে থাকা আরও কিছু স্মারক নিলামে তুলতে চান তিনি।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়