নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
মৌলভীবাজারে ৩ উপজেলায় মনোনয়ন জমা দিলেন ৩৭ প্রার্থী
মৌলভীবাজারের ৩ উপজেলা পরিষদ নির্বাচনে আলোচিত প্রার্থীরা।
আগামী ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথমবারের মতো শুধুমাত্র অনলাইনে মনোনয়নপত্র জমা নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। চার ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ১৫০ টি উপজেলার নির্বাচন আগামী ৮ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরমধ্যে প্রথম ধাপের নির্বাচনে অংশ নেবেন মৌলভীবাজারের ৩ উজেলার ভোটার ও প্রার্থীরা। ইতিমধ্যে, নির্বাচনে লড়তে ৩ উপজেলা থেকে মোট ৩৭ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
গতকাল সোমবার (১৫ এপ্রিল) অনলাইনে মনোনয়নপত্র দাখিল ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জামানতের টাকা জমা দেয়ার শেষদিন ছিল। মনোনয়ন দাখিলের নির্ধারিত সময় শেষে জানা যায়, মৌলভীবাজারের ৩টি উপজেলা থেকে ৩৭ জন প্রার্থী বিভিন্ন পদে নির্বাচনে লড়তে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এদের মধ্যে জুড়ী উপজেলায় ১৭ জন, কুলাউড়া উপজেলায় ১১ জন এবং বড়লেখা উপজেলায় ৯ জন মনোনয়ন জমা দিয়েছেন।
জুড়ী উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, এ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস-চেয়ারম্যান পদে ৭ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন সহ মোট ১৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, বর্তমান ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, সাবেক ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি, আমেরিকা প্রবাসী কবির উদ্দিন, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর আব্দুর রহমান, আমেরিকা প্রবাসী মোহাম্মদ নাসির উদ্দিন, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. আলী হোসেন।
ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন উপজেলা আনজুমানে আল ইসলাহ’র সভাপতি মোহাম্মদ আব্দুস শহীদ, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ শামীম আহমেদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ শেখরুল ইসলাম, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল আহমদ, ব্যবসায়ী মোহাম্মদ মোয়াজ জাকারিয়া শিবলু, ব্যবসায়ী রুবেল আহমদ।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান রনজিতা শর্ম্মা, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আজিবুন খানম ও সাবেক ইউপি সদস্য শিল্পী বেগম।
কুলাউড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে মনোনয়ন জমা দেওয়া প্রার্থীদের মধ্যে রয়েছেন, বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ফজলুল হক খান শাহেদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কামাল হাসান।
ভাইস চেয়ারম্যান পদে অংশ নিতে মনোনয়ন জমা দিয়েছেন, উপজেলা যুবলীগের সম্পাদক মো. মইনুল ইসলাম সবুজ, মো. আফজাল হোসেন সাজু, সাইদুল ইসলাম কুতুব, রাজকুমার কালোয়ার রাজু, পূরণ উরাং, মহিলা ভাইস চেয়ারম্যান বর্তমান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি ও সাবেক চেয়ারম্যান নেহার বেগম।
বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীরা হলেন- বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোয়েব আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, আওয়ামী লীগ নেতা দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান আজির উদ্দিন ও তার ছেলে ছাত্রলীগ নেতা মাসুম আহমদ হাসান।
ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন, বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি তাজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, তালামীয নেতা ও মাধ্যমিক স্কুলের শিক্ষক সামছুল ইসলাম এবং জমিয়ত নেতা আবিদুর রহমান। অন্যদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে একমাত্র মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেত্রী রাহেনা বেগম হাসনা।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’