নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১১:৪৪, ৩১ মে ২০২৩
সিলেট বিভাগে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান দি ফ্লাওয়ার্স কে জি
মৌলভীবাজারের দি ফ্লাওয়ার্স কে জি এন্ড হাইস্কুল
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩'-এ সিলেট বিভাগে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান (মাধ্যমিক) নির্বাচিত হয়েছে মৌলভীবাজারের দি ফ্লাওয়ার্স কে জি এন্ড হাইস্কুল। শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছে নুসরাত খানম নওশীন। শ্রেষ্ঠ শিক্ষক (মাধ্যমিক) নির্বাচিত হয়েছেন বিদ্যালয়ের জীব বিজ্ঞানের শিক্ষক ‘নির্ভয়া -২০২৩’ বিজয়ী রোকসানা আক্তার।
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উপলক্ষে সিলেট বিভাগ পর্যায়ে আয়োজিত সহপাঠ্যক্রম ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিজয়ী এবং বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত ব্যক্তি/প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করা হয়েছে সোমবার (২৯ মে)।
‘দি ফ্লাওয়ার্স কে জি এন্ড হাইস্কুল ‘মোট ৮টি ইভেন্টে বিজয়ী হয়েছে।
উল্লেখ্য, ‘দি ফ্লাওয়ার্স কে জি এন্ড হাইস্কুল' গতবছর সিলেট বিভাগের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান (মাধ্যমিক) হিসেবে বিজয়ী হয়েছিল।
দি ফ্লাওয়ার্স কে জি এন্ড হাই স্কুল সিলেট বিভাগের অন্তর্গত মৌলভীবাজার জেলা শহরের সবুজ শ্যমল ছায়াঘন মনোরম পরিবেশে অবস্থিত অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান।
১৯৭৯ সালের ৫ই মে দি ফ্লাওয়ার্স কে জি এন্ড হাই স্কুল নামে এর পথ চলা শুরু হয় । ১৯৭৯ সাল থেকে ১৯৮৯ সালের ১২ ডিসেম্বর পর্যন্ত প্রাইমারি স্কুল হিসেবে পরিচালিত হয়। ১৯৯০ সালের ১ জানুয়ারী থেকে এটি কে জি স্কুল হিসেবে স্বীকৃতি পায়।
প্রতিষ্ঠার পর থেকে কৃতিত্বের সাক্ষর রেখে আসছে বিদ্যালয়টি। সাম্প্রতিক বছরে এসএসসি ও এইচএসসিতে রেকর্ড পরিমাণ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে মেধা তালিকায় স্থান করে নিয়েছে। এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশে-বিদেশে মেধা ও কৃতিত্বের সাক্ষর রেখে বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখে আসছেন।
শিক্ষকেরা বলেন, কোমল প্রাণ-শিশু কিশোরদের চিন্তা ও কল্পনার উন্মেষ ঘটিয়ে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে এ প্রতিষ্ঠান বদ্ধপরিকর।
আইনিউজ/ইউএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’