Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১৬ জুলাই ২০২৫,   আষাঢ় ৩১ ১৪৩২

তথ্যপ্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১৩:৫৩, ২৮ জুন ২০২০

হঠাৎ শেয়ারের দরপতনে ক্ষতির সম্মুখীন জাকারবার্গ

ফেসবুক থেকে বড় বড় কোম্পানি তাদের বিজ্ঞাপন সরিয়ে নিতে শুরু করেছে। ফলে কোম্পানিটির শেয়ারের দরপতন হয়েছে। এতে জাকারবার্গের ব্যক্তিগত অ্যাকাউন্টেও টান পড়েছে।

ব্লুমবার্গ জানাচ্ছে, ইউনিলিভারসহ কয়েকটি বড় কোম্পানি বর্ণবাদের কারণে ফেসবুক বয়কট করায় শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠানটির শেয়ারের দাম ৮.৩ শতাংশ পড়ে যায়। এতে কোম্পানিটির বাজারমূল্য কমে যায় ৫৬ বিলিয়ন ডলার। গত তিন মাসের মধ্যে ফেসবুক শেয়ারের এতটা পতন ঘটেনি।

প্রতিষ্ঠানের আর্থিক ক্ষতি হওয়ার পর জাকারবার্গের সম্পদের পরিমাণ আগের তুলনায় ৭২০ কোটি মার্কিন ডলার কমে গেছে।

ফেসবুকের অন্যতম বৃহৎ বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠান ইউনিলিভারসহ ইতিমধ্যে ৯০টির বেশি প্রতিষ্ঠান এই মাধ্যমে বিজ্ঞাপন বর্জনের ঘোষণা দিয়েছে।

শেয়ারের দাম পড়ে যাওয়ায় জাকারবার্গের মূল সম্পদের পরিমাণ কমে দাঁড়িয়েছে ৮ হাজার ২৩০ কোটি মার্কিন ডলারে। সম্পদের পরিমাণ কমায় বিশ্বের শীর্ষ ধনীর তালিকা থেকেও এক ধাপ নেমে গেছেন তিনি। এ কারণে বর্তমানে বিশ্বের ধনীর তালিকায় শীর্ষ তিন থেকে সরে জাকারবার্গ এখন চারে। জেফ বেজোস ও বিল গেটসের পর তৃতীয় স্থানে উঠে এসেছেন বার্নার্ড আরনল্ট।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ