আই নিউজ প্রতিবেদক
২৬৩ জনকে নিয়ে ভোটের মাঠে নামল আওয়ামী লীগ
২৬৩ জনকে নিয়ে ভোটের মাঠে নামল আওয়ামী লীগ
দফায় দফায় বৈঠক, গোপন বৈঠক আর নানা জল্পনা-কল্পনার পর জোটসঙ্গী হয়েই আসন্ন ভোটে যাচ্ছে লাঙ্গল প্রতীকের জাতীয় পার্টি (জাপা)। ২৮৩ আসনে নির্বাচন করার ঘোষণা দিয়েছে জাপা। এদিকে জাপা ও শরিকদের সঙ্গে আসন সমঝোতা করতে গিয়ে এই নির্বাচনে ৩২টি আসন ছাড়তে হয়েছে আওয়ামী লীগকে। বাদ পড়েছেন অনেক মনোনীত নৌকা প্রার্থীও। শরিকদের আসন ছাড়ার পর এখন দলের ২৬৩ জন প্রার্থীকে নিয়ে ভোটের মাঠে নেমেছে ক্ষমতাসীনরা।
রোববার (১৭ ডিসেম্বর) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ৩২টি আসনে ছাড় দেয়ার বিষয়ে নির্বাচন কমিশন ও জোটবদ্ধ শরিক দলগুলোকে জানিয়েছে আওয়ামী লীগ।
মনোনয়ন প্রত্যাহারের একদম শেষ পর্যায়ে এসে নির্বাচনে যাওয়ার নাটকীয় ঘোষণা দিয়েছে জাতীয় পার্টি। তারা এই নির্বাচনে ভাগে পেয়েছে ২৬টি আসন। অন্য শরিকরা পেয়েছেন ৬টি আসন। এরমধ্যে জাসদ তিনটি, ওয়ার্কার্স পার্টি দুইটি এবং জাতীয় পার্টি (জেপি) একটি। শরিকদের সাথে সমঝোতা করতে গিয়ে আওয়ামী লীগের ৫ জনের মনোনয়ন বাদ পড়েছে। ফলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সংখ্যা দাঁড়িয়েছে ২৬৩ জন। শরিকরাও এই নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবেন বলে জানা গেছে।
এদিকে এবারের নির্বাচনে ৩০০ সংসদীয় আসনে শেষ পর্যন্ত ভোটে প্রতিদ্বন্ধিতা করতে যাওয়া প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮৯৬ জন। প্রার্থীতা প্রত্যাহারের পর চূড়ান্তভাবে তারা টিকে আছেন নির্বাচনে। এরমধ্যে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীর সংখ্যাই প্রায় চারশর কাছাকাছি। অনেক আসনে দলীয়ভাবে মনোনীত প্রার্থীকে টপকে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়ে আসতে পারেন বলেও ধারণা করা হচ্ছে।
আওয়ামী লীগের নীতিনির্ধারকরা বলছেন, এই নির্বাচনে যদি ২৫-৩০টি আসনে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়ে আসলে অবাক হবার কিছু নেই। তবে, জোটের শরিকদেরও আশ্বাস দেওয়া হয়েছে বিজয়ের ব্যাপারে।
আই নিউজ/এইচএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের