সিরাজগঞ্জ প্রতিনিধি
চাবি হারিয়ে স্টেশনে আটকে গেলো ট্রেন

বাংলাদেশে যেন ট্রেনের ভূত ছাড়ছেইনা! এবার চাবি হারিয়ে স্টেশনে আটকে গেলো ট্রেন। ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জে। সোমবার (২২ ফেব্রুয়ারি) সকালে চাবি হারিয়ে বাজার স্টেশনে আটকা পড়ে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন।
চাবি হারিয়ে যাওয়ায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়েন ওই ট্রেনের শত শত যাত্রী।
সিরাজগঞ্জ বাজার স্টেশন কর্তৃপক্ষ ও যাত্রী সূত্রে জানা গেছে, সোমবার ভোর ৬টায় সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার প্রস্তুতি নেয়। এসময় ইঞ্জিন চালু হচ্ছিলোনা। কিন্তু ইঞ্জিন পরীক্ষা করার সময় দেখা যায় সেখানে চাবি নেই।
ট্রেনের পরিচালক আফজাল হোসেন বলেন, রাতে প্লাটফর্মে ট্রেন রেখে গেলে কে বা কারা ইঞ্জিন রুমের জানালা খুলে ট্রেনের রিভারসেল হ্যান্ডেলটি (চাবি) চুরি করে নিয়ে যায়। এখানে পর্যাপ্ত নিরাপত্তা থাকার কথা ছিল। তবে কীভাবে এটি হলো তা খতিয়ে দেখা হচ্ছে।
আফজাল হোসেন বলেন, বিকল্প ব্যবস্থায় অন্য একটি ইঞ্জিনের সাহায্যে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি জামতৈলে নেওয়া হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা বনলতা এক্সপ্রেস ট্রেনে বিকল্প চাবি আনা হচ্ছে। এটি আসলে সিরাজগঞ্জ এক্সপ্রেস চালু হবে। তবে কতক্ষণে ওই ট্রেনটি আসবে তা তিনি জানাতে পারেননি।
আইনিউজ/এইচকে
- বাংলাদেশের বুকে ভয়ঙ্কর যত ঘূর্ণিঝড়
- কক্সবাজার সমুদ্র সৈকতে ভেসে আসছে টনের টন প্লাস্টিক ও ই-বর্জ্য
- দেশে লাল কাঁঠাল চাষে ব্যাপক সম্ভাবনা
- বিশ্ববিদ্যালয় পড়ুয়া চার তরুণ উদ্যোক্তার হাত ধরে চাটগাঁ এক্সপ্রেস
- ভিন্ন ধর্মের হয়েও রোজাদারদের দ্বারে ইফতার নিয়ে ছাত্রলীগ নেত্রী
- নোয়াখালীতে ৬০ মাসে পঞ্চাশের অধিক নারী ধর্ষণ
- দারিদ্র্যতায় ফিকে হয়ে যাওয়া শিশুদের স্বপ্ন দেখাচ্ছেন তারা
- ত্রাণ চেয়ে ফেসবুকে পোস্ট: দলীয় কর্মীদের বিরুদ্ধে মামলা দিলেন এমপি
- যুদ্ধাপরাধী মামলার আসামির বিরুদ্ধে এবার নিয়োগ বাণিজ্যের অভিযোগ
- গাছে ঝুলছেন মা, পুকুরে আড়াই মাসের শিশুর লাশ