Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ১৩ জুলাই ২০২৫,   আষাঢ় ২৯ ১৪৩২

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৫৪, ৯ এপ্রিল ২০২১
আপডেট: ১৫:০৯, ৯ এপ্রিল ২০২১

কক্সবাজারের হিমছড়ি সৈকতে ভেসে এলো বিশাল মৃত তিমি

ভেসে আসা তিমি

ভেসে আসা তিমি

কক্সবাজার সমুদ্র সৈকতের হিমছড়ি পয়েন্টে সাগরের পানিতে ভেসে এসেছে একটি মৃত তিমি। প্রাণীর শরীরের পেছনের অংশে বড় একটি ক্ষত দেখা গেছে।

শুক্রবার (০৯ এপ্রিল) দুপুর ১২ টার দিকে স্থানীয় লোকজন সাগরের পানিতে ভাসমান অবস্থায় প্রথমে তিমিটিকে দেখতে পান বলে জানান। পরে কাছে গিয়ে এটিকে মৃত পাওয়া যায়।

তিমিটির পেছনের দিকের অংশে বড় ধরনের ক্ষত রয়েছে। ফলে ধারণা করা হচ্ছে লকডাউনের কারণে জনমানব শূন্য সৈকতের কাছাকাছি আসলে তিমিটিকে সাগর দস্যুরা হত্যা করে থাকতে পারে। অথবা গভীর সাগরের কোথাও এটিকে শিকারীরা হত্যা করেছে। পরে ভাসতে ভাসতে সৈকতে এসেছে।

এছাড়া মৃত তিমিটি থেকে প্রচণ্ড দুর্গন্ধ ছড়াচ্ছে। হয়তো তিমিটি আরো কয়েকদিন আগে মারা গেছে। যদিও এর মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায় নি।

আইনিউজ/এসডিপি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ