Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২৩ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ৭ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল

প্রকাশিত: ১৯:১৪, ১৪ ফেব্রুয়ারি ২০২২
আপডেট: ১৯:১৫, ১৪ ফেব্রুয়ারি ২০২২

টাঙ্গাইলে ‘পুষ্পা’ সিনেমার স্টাইলে পাচারের সময় বিপুল গজারি কাঠ জব্দ

সম্প্রতি ভারতীয় উপমহাদেশে আলোড়ন সৃষ্টি করা সিনেমা 'পুষ্পা'র স্টাইলে টাঙ্গাইলে গজারি কাঠ পাচার করা হচ্ছিলো। তবে টাঙ্গাইল জেলা বন বিভাগের উদ্যোগে বিপুল পরিমাণ গজারি কাঠ জব্দ করা হয়েছে।

রোববার (১৩ ফেব্রুয়ারি) ভোরে সদর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ভাতকুড়া এলাকা থেকে ১৮০ পিস গজারি কাঠ জব্দ করেছে বন বিভাগ।

এ ব্যাপারে বন বিভাগের টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া স্টেশন অফিসার সোলাইমান হোসেন বলেন, দিবাগত রাত ৩ টার দিকে মহাসড়ক দিয়ে ট্রাক ভর্তি কাঠ ঢাকার দিকে যাচ্ছিলো। এ সময় ট্রাকটিকে সিগনাল দিলে তারা না থামিয়ে পালানোর চেষ্টা করে।

তিনি জানান, পরে তাদেরকে ধাওয়া করে বাউইখোলা এলাকায় আটক করা হয়। এ সময় ঢাকা মেট্রো-ট ২২-২৮৪২ নাম্বার  ট্রাকের চালক পালিয়ে যায়। পরে ট্রাকটি আটক করে বন বিভাগে নিয়ে আসা হয়।

এ ব্যাপারে মামলার প্রস্ততি চলছে বলে জানান তিনি।

আইনিউজ/এসডি

আইনিউজ ভিডিও 

পোষ মানাতে হাতির বাচ্চাকে নির্মম প্রশিক্ষণ

হাতির আক্রমণে হাতি হত্যা মামলার আসামির মৃত্যু 

মানুষ হত্যা করেছে মা হাতিকে, দুধের জন্য কাঁদছে বাচ্চা হাতিটি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ