Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২৩ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ৭ ১৪৩২

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ২৩:৫২, ১৯ ফেব্রুয়ারি ২০২২

কুয়াকাটা সৈকতে বালুতে আটকে কয়েকশ জেলিফিশের মৃত্যু

কুয়াকাটা সৈকতে বালুতে আটকে কয়েকশ জেলিফিশের মৃত্যু হয়েছে। জানা গেছে, আওরেলিয়া আওরেটা ও ব্যারেল নামে দুই প্রজাতির জেলিফিশ রয়েছে সেখানে। শনিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে সৈকতের জিরো পয়েন্টের পশ্চিম পাশে এসব জেলিফিশ দেখতে পান স্থানীয় জেলেরা।

ওই এলাকার জেলে আব্বাস সিকদার বলেন, গত কয়েক দিন ধরে ঝাঁকে ঝাঁকে এসব জেলিফিশ সাগরে ভাসতে দেখছি। আমাদের জালেও এগুলো আটকে যায়। জালে আটকা পড়লে আমরা ছাড়িয়ে দিলেও সেগুলো আর বাঁচে না।

আরও পড়ুন- দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

ইকোফিশ-২ প্রকল্পের পটুয়াখালীর সহকারী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, এই জেলিফিশগুলো জোয়ারের স্রোতে ভেসে এসে সৈকতের বালুতে আটকে মারা যায়। এরা সাঁতার কাটতে পারদর্শী না বিধায় ভাটার স্রোতে নেমে যেতে পারে না। 

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, দুই প্রজাতির মধ্যে একটি আওরেলিয়া আওরেটা প্রজাতির ও অপরটি ব্যারেল প্রজাতির জেলিফিশ মনে হচ্ছে। জেলিফিশের মৃত্যুর রহস্য উদঘাটনে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটকে বিষয়টি জানানো হয়েছে। 

আরও পড়ুন- শাবি ভিসিকে নিয়ে প্রকাশ্যে কিছু বলবেন না জাফর ইকবাল

তিনি বলেন, মেরুদণ্ডহীন এসব প্রাণী চাঁদের মতো দেখতে বলে এদেরকে মুন জেলিফিশও বলা হয়। এগুলো মূলত সাঁতারে তেমন পারদর্শী নয়। অনেক সময় খাদ্য অন্বেষণ কিংবা বাতসের টানে ওপরের দিকে চলে আসে জেলিফিশ। পরে বালুতে আটকা পড়ে মারা যায়।

আইনিউজ/এসডিপি 

 

আইনিউজ ভিডিও 

ছেলের খোঁজে পায়ে হেঁটে নেপালে যান মা, ফিরেন ২৩ বছর পর

৮০ বছর বয়সে বৃদ্ধা নূরজাহান বেগমের মানবেতর জীবন 

বাবার হাত ধরে স্কুলে যাওয়ার পথে হঠাৎ দেয়াল চাপায় হারিয়ে গেল ছেলেটি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ