আইনিউজ ডেস্ক
শাবি ভিসিকে নিয়ে প্রকাশ্যে কিছু বলবেন না জাফর ইকবাল

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের বিষয়ে সবকিছু জানলেও প্রকাশ্যে কিছু বলবেন না বিশ্ববিদ্যালয়টির সাবেক শিক্ষক লেখক জাফর ইকবাল। তিনি বলেছেন, আমাকে জিজ্ঞাসা করে লাভ নেই। আমি প্রকাশ্যে কিছু বলতে পারব না। টেলিভিশন বা মিডিয়ায় কথা বলতে পারব না। কারণ, তাদের কাছে কথা দিয়েছি যে আমি কিছু বলব না।
শনিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে বাংলা একাডেমিতে অমর একুশে বইমেলায় সাস্ট ক্লাব লিমিটেডের স্টল উদ্বোধনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
আরও পড়ুন- সত্য আজ বিজয়ী হয়েছে, মিথ্যা পরাভূত : শাবি ভিসি
জাফর ইকবাল বলেন, আমি আন্দোলনরত শিক্ষার্থীদের কাছে গিয়েছি, তাদের সঙ্গে কথা বলেছি। কিন্তু এ বিষয়টি আমি পাবলিকলি বলতে পারব না। আমাকে কিছু জিজ্ঞাসা করে লাভ নেই। এ বিষয়ে কিছু হলে তখন আপনারা নিজেরাও দেখবেন।
আরও পড়ুন- ‘যত্রতত্র স্বভাবসুলভ মিথ্যার পসরা সাজিয়ে বসবেন না’, ভিসিকে শাবি শিক্ষার্থীরা
উল্লেখ্য, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে গত ১৯ জানুয়ারি থেকে আমরণ অনশনে বসেন শিক্ষার্থীরা। অনশনে অংশ নেওয়া শিক্ষার্থীরা একের পর এক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছিলেন। এ পরিস্থিতিতে সরকারের উচ্চ মহলের সঙ্গে কথা বলে ৭ দিন পর ঢাকা থেকে গিয়ে তাদের অনশন ভাঙান ড. জাফর ইকবাল।
আইনিউজ/এসডিপি
আইনিউজ ভিডিও
শাবিপ্রবি শিক্ষককে ফেনসিডিল সাপ্লাই দিতে গিয়ে গার্ড আটক!
`প্রাণ দেবো, তবু ভিসির পদত্যাগ চাই` | কাফন মিছিলে শাবিপ্রবি শিক্ষার্থীরা | Eye News
শিক্ষার্থীরা লড়েছে মৃত্যুর সাথে, অসুস্থদের অ্যাম্বুলেন্সে নেওয়া হয়েছে হাসপাতালে
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- রাজউক উত্তরা মডেল কলেজ ভর্তি যোগ্যতা ২০২৩