Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২২ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ৭ ১৪৩২

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ২০:৩৪, ৮ এপ্রিল ২০২২

জানাজায় যাওয়ার পথে ট্রলারডুবি, মা-মেয়ের মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বরিশালে আত্মীয়ের জানাজায় যাওয়ার পথে যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় মা ও মে‌য়ের মরদেহ উদ্ধার ক‌রা হ‌য়ে‌ছে। এ ঘটনায় আরও তিনজন নিখোঁজ রয়েছেন। 

শুক্রবার (৮ এপ্রিল) বেলা ১১টার দিকে মেহেন্দিগঞ্জের গজারিয়া নদীতে ট্রলার ডুবে গেলে এ ঘটনা ঘটে।

বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ মে‌হে‌ন্দিগঞ্জ থানা পু‌লি‌শের প‌রিদর্শক শ‌হিদুজ্জামান ব‌লেন, মা‌ঝেরচর থে‌কে দ‌ড়িরচর খাজু‌রিয়া ইউ‌নিয়‌নে মৃত স্বজ‌নের জানাযায় যাওয়ার প‌থে ২৫ জন যাত্রী নি‌য়ে গজা‌রিয়া নদী‌তে ট্রলার‌টি ডু‌বে যায়। ট্রলারের অধিকাংশ যাত্রীকে জীবিত উদ্ধার করা সম্ভব হ‌লেও মাহেনুর বেগম ও তার মেয়ে নাসরিন বেগমকে মৃত‌ অবস্থায় উদ্ধার করা হয়।

এ ঘটনায় ট্রলারের আরও তিন যাত্রী নিখোঁজ র‌য়ে‌ছেন। তা‌দের উদ্ধা‌রে কোস্টগার্ড কাজ করছে বলে পুলিশের এই কর্মকর্তা জানান।

আইনিউজ/এসডি

আইনিউজ ভিডিও

রমজানেও ব্যবসায় ডাকাতি, শ্রীমঙ্গলের ২-৩ টাকার লেবু ঢাকায় হয়ে যায় ২০ টাকা

রোজার বাজারে ২ কেজি মাংসে ৪০০ গ্রাম কম দিলেন ব্যবসায়ী, ভোক্তা অধিদপ্তরের অভিযান

নয় বছরের মেয়েটি কিভাবে নেভায় একের পর এক আগুন?

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ