নিজস্ব প্রতিবেদক
আদালতে মামলার বাদীকে বিয়ে করলেন ধর্ষণ মামলার আসামি

ধর্ষণ মামলায় জামিনে কারামুক্ত হতে আদালতে ভুক্তভোগী নারীকে বিয়ে করলেন আসামি। মঙ্গলবার ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে এ বিয়ে অনুষ্ঠানের জন্য আসামিকে কারাগার থেকে প্রোডাকশন ওয়ারেন্টের মাধ্যমে আদালতে হাজির করা হয়।
আদালতে বিয়ে অনুষ্ঠানের আগে বিচারক মোছা. বিলকিছ আক্তার আসামি হাসানুজ্জামানের জামিন মঞ্জুর করেন। এরপর এজলাসে বসেই বিয়ে পিঁড়িতে বসেন তারা। কয়েকজন আইনজীবী, সাংবাদিক, পুলিশ এসময় আদালতে উপস্থিত ছিলেন।
বাদীপক্ষের আইনজীবী আজাদ রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ আসামি সিএমএম আদালতে জামিন আবেদন করেন। কিন্তু জামিন পাননি। পরে তিনি মহানগর দায়রা জজ আদালতে জামিন আবেদন করেন। গত ১৭ এপ্রিল আদালত বিয়ের শর্তে আসামি জামিন পেতে পারেন জানিয়ে মামলাটি ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে শুনানির জন্য পাঠান।
মঙ্গলবার শুনানিকালে আসামিকে হাজির করা হয়। বাদী ভুক্তভোগী ওই তরুণীও হাজির ছিলেন। আসামি আদালতে বিয়ে করতে রাজি আছেন বলে জানান। এরপর আদালত ভুক্তভোগীকে বিয়ে করার শর্তে আসামিকে জামিন দেন। এরপর ১২ লাখ টাকা দেনমোহরে তাদের বিবাহের কাজ সম্পন্ন হয়।
মামলার অভিযোগ থেকে জানা যায়, হাসানুজ্জামান বঙ্গবন্ধু স্যাটেলাইটের প্রজেক্টে ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। ২০২০ সালে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় এক তরুণীর সঙ্গে। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর থেকে আসামি ওই তরুণীকে বিয়ের প্রলোভনে আসামি ২০২১ সালের ১৬ জানুয়ারি বিকাল থেকে ২১ ফেব্রুয়ারি ঢাকার আদাবরের একটি বাসায় শারীরিক সম্পর্ক স্থাপন করেন।
- আরও পড়ুন- হবিগঞ্জ জেলা সুজনের নেতা ফেন্সিডিলসহ আটক
এরপর ওই তরুণী আসামিকে বিয়ের কথা বললে তিনি নানা টালবাহানা করতে থাকেন। আসামি বিভিন্ন সময় ওই তরুণীর কাছ থেকে সাত লাখ টাকাও নেয়। একপর্যায়ে বিয়ের চাপ দিলে গত ২১ ফেব্রুয়ারি আসামি ওই তরুণীকে জানিয়ে দেয়, তিনি বিয়ে করবেন না।
পরে ভুক্তভোগী গত ৬ মার্চ আদাবর থানায় মামলা করেন। এরপর পুলিশ আসামিকে গ্রেপ্তার করে। দেড় মাস ধরে কারাগারে ছিলেন আসামি। কারামুক্ত হতে বিয়ের সিদ্ধান্ত নেন আসামি হাসানুজ্জামান।
আইনিউজ/এসডি
আইনিউজ ভিডিও
মানসিক চাপ কমাবেন যেভাবে
বয়স পঞ্চাশের আগেই বাড়ে হার্ট অ্যাটাকের সম্ভাবনা
খালি পেটে ঘুমালে যেসব ক্ষতি হয়
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন