Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২২ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ৭ ১৪৩২

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: ২৩:০৭, ১৯ এপ্রিল ২০২২

ঠাকুরগাঁওয়ে ১৭ কেজি রূপা-৮ লাখ টাকাসহ যুবক আটক

ঠাকুরগাঁওয়ে সাড়ে ১৭ কেজি ৬৩৫ গ্রাম রূপাসহ মিজানুর রহমান (৩৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। 

সোমবার (১৮ এপ্রিল) রাত ১০ টায় পৌরশহরের চৌরাস্তা থেকে রূপা এন্টারপ্রাইজ নামের একটি দূরপাল্লার বাসে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

মিজানুর মানিকগঞ্জের সাংড়াইল থানার গোবিন্দন গ্রামের তৈয়বুর রহমানের ছেলে। তার নামে চোরাচালানির মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদে আমরা জানতে পারি ঢাকায় রূপা পাচার হচ্ছে। এরপরেই শহরের সবকটি পয়েন্টে পুলিশ পাহারা জোরদার করা হয়। রূপা এন্টারপ্রাইজের একটি কোচ ঠাকুরগাঁও শহরের চৌরাস্তায় এলে তল্লাশি চালানো হয়। 

এ সময় মিজানুর রহমান নামের ওই ব্যক্তির একটি কাপড়ের ব্যাগ থেকে ৮ লাখ টাকা ও ১৭ কেজি ৬৩৪ গ্রাম রূপা জব্দ করা হয়।

ওসি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিজানুর রূপা নিয়ে ঢাকায় যাওয়ার বিষয়টি স্বীকার করেছেন। এছাড়া তার বিরুদ্ধে মাদকদ্রব্য ও সোনা-রূপা চোরাচালানের অভিযোগে বিভিন্ন থানায় মামলাও রয়েছে। এ নিয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। 

আইনিউজ/হুমায়ুন কবীর/এসডিপি 

আইনিউজ ভিডিও 

মানসিক চাপ কমাবেন যেভাবে

বয়স পঞ্চাশের আগেই বাড়ে হার্ট অ্যাটাকের সম্ভাবনা

খালি পেটে ঘুমালে যেসব ক্ষতি হয়

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ